Mamata Banerjee : “আইনজীবীর সঙ্গে কথা বলুন, ১৭ হাজার চাকরি রেডি”, বার্তা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার শিক্ষক নিয়োগ নিয়ে আসানসোলের সভায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ১৭ হাজার চাকরি তৈরি রয়েছে, আদালত থেকে নির্দেশের অপেক্ষা শুধু।

প্রাথমিক এবং এসএসসি শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা চলছে নিম্ন আদালত এবং কলকাতা হাইকোর্টে। তারই মধ্যে সোমবার টেট উত্তীর্ণদের চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর সভায় প্ল্যাকার্ড দেখা যায়। তিনি সেই দিন তাঁদের সাথে কথাও বলেন। মঙ্গলবারেও মুখ্যমন্ত্রীর আসানসোলের সভায় একই দৃশ্য দেখা যায়। ফলে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। প্ল্যাকার্ড হাতে থাকা চাকুরিপ্রার্থীদের বসতে বলেন সঙ্গে অভিযোগ করেন বিজেপি এবং সিপিএম তাঁদের পাঠিয়েছে। এরপর তিনি বলেন, “আমি তো কোর্টের অর্ডারই মানব ভাই! আপনারা আইনজীবীর সঙ্গে কথা বলুন। ১৭ হাজার চাকরি রেডি।”

আরও পড়ুন:  Jhargram: ‘বিজেপি-র নেতা গ্রেপ্তার নয় কেন’, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

সেই সঙ্গে শিক্ষক নিয়োগ মামলার আইনজীবী তথা সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও কটাক্ষ করেন তিনি। বলেন, “বিকাশবাবুদের গিয়ে বলুন, আপনার তো টাকার অভাব নেই। আপনি আমাদের চাকরি বন্ধ করেছেন, আপনিই ব্যবস্থা করে দিন।” আদালতের নির্দেশ পেলে তিনি যাঁদের চাকরি গিয়েছে তাঁদের ফিরিয়ে আনতে পারেন এই বার্তা দিয়ে সিপিএম ও বিজেপিকে কটাক্ষ করে বলেন, “বিকাশ রাজনীতি করবেন। পালিয়ে যাবেন। বিজেপি রাজনীতি করবে। পালিয়ে যাবে। কিন্তু আমি ছেলেমেয়েদের চাকরি নিয়ে রাজনীতি করব না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ