Paschim Medinipur : বর্ষায় বেহাল রাস্তা, মেরামত না হলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের

প্রত্যেক বর্ষায় বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে শুরু হয় জল-যন্ত্রনা। জল-কাদায় বেহাল হয়ে পড়ে মাটির রাস্তা। কোনো ছোট গাড়ির কথা ছেড়ে দেওয়াই ভালো, হেঁটে চলাচলও দুষ্কর হয়ে ওঠে। সবচেয়ে বেশি সমস্যা হয় কোনো গ্রামবাসী অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। অনেক প্রতিশ্রুতি মিললেও হয়নি সুরাহা। এবার তাই রাস্তা মেরামত না হলে ভোট বয়কটের ডাক দিয়েছেন চন্দ্রকোনা দু’ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামের বাসিন্দারা।

আরও পড়ুন:  ‘দু চারটে বুড়িমার চকোলেট বোম’ ফেলার নিদান অজিত মাইতির, রাজনৈতিক মহলে বিতর্ক

গ্রামবাসীদের তরফে অভিযোগ, অল্প বৃষ্টি হলেই রাস্তা বেহাল হয়ে যায়। অনেক বছর আগে রাস্তায় মোরাম পড়লেও আর মেরামত হয়নি। এখন সেই মোরাম গত হয়ে মাটির রাস্তা বের হয়ে পড়েছে। তাঁদের আরও অভিযোগ, বিভিন্ন স্তরে আবেদনের পরেও সুরাহা হয়নি। এইদিন গ্রামের বাসিন্দারা বিডিও অফিসে ডেপুটেশন জমা দেন। দ্রুত রাস্তা সারাই না হলে আসন্ন নির্বাচন বয়কটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে গ্রামবাসীদের তরফে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ