Medinipur: কচিকাঁচাদের হাতে তৈরি ২ হাজার রাখি, অভিনব উদ্যোগ পলাশি প্রাথমিক স্কুলের

Medinipur: কচিকাঁচাদের হাতে তৈরি ২ হাজার রাখি, অভিনব উদ্যোগ পলাশি প্রাথমিক স্কুলের

সামনে রাখি। সৃজনশীলতাকে সঙ্গী করে হাতে রঙ তুলি তুলে নিয়েছে মেদিনীপুর সদর ব্লকের পলাশি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক খুদে পড়ুয়া। এই অভিনব উদ্যোগের হোতা পলাশি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্যসুন্দর মহাপাত্র।

প্রযুক্তির সঙ্গে গতিময় হচ্ছে সভ্যতা। হাতে এসেছে মোবাইল। সেই বার্তালাপেই সারা হচ্ছে রাখির শুভেচ্ছা। কিন্তু সামনে রাখি। তার সংস্কৃতি ও সৃজনশীলতার মেলবন্ধনকে খুদে পড়ুয়াদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পলাশি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্যসুন্দর মহাপাত্র তাদের হাতে তুলে দিয়েছেন রঙ তুলি স্কেচ। খুদে পড়ুয়ারা নিজেদের হাতে তৈরি করেছে ২ হাজার রাখি। কিন্তু রাখি মাত্রেই শুধু সম্প্রীতির বার্তা নয়। প্লাস্টিক বর্জন, জল সংরক্ষণসবুজায়নের মতো বার্তাও নিজেদের তৈরি রাখির মাধ্যমে তুলে ধরেছে খুদেরা। শিক্ষক ও পড়ুয়াদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ