Breaking news 7/8/2022 6 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 7/8/2022 6 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

গরু পাচার মামলায় ফের সিবিআইয়ের হাজিরা এড়াচ্ছেন অনুব্রত। সোমবার অনুব্রতকে কলকাতার নিজাম প্যালেসের অফিসে ডেকে পাঠায় সিবিআই। তবে সূত্র মাফত জানা গিয়েছে সিবিআইকে ইমেল করে হাজিরা এড়ানোর কারণ জানিয়েছেন অনুব্রত মণ্ডল। সূত্রটি জানিয়েছে, এবারও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই সিবিআই হাজিরা এড়িয়েছেন তিনি।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার জেলে বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, শারীরিক কোনও সমস্যা দেখা দেয়নি তাঁর। তবে আর জেল সূত্রে এবার জানা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের পা ফোলার সম্যসা বাড়ছে। সেই দিকে নজর রাখছেন জেলের ডাক্তাররা। এখনই তাকে জেল হাসপাতালে রাখার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানা গিয়েছে, জেলে বিশেষ কোনও সুযোগ সুবিধা পাচ্ছেন না পার্থ চট্টোপা্ধ্যায়। ব্যাবহার করতে হচ্ছে কমন বাথরুম। আর পাঁচজন বন্দি যা খান, তিনিও তাই-ই খাচ্ছেন।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২২/১১/২০২২

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে৷ যা সোমবারের পর আরও শক্তি বাড়াতে পারে৷ শক্তি বাড়িয়ে নিম্নচাপটি ওড়িশা ও বাংলা উপকূলের মাঝে স্থলভাগে প্রবেশ করতে পারে৷ তার জেরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আজ রবিবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায়। এই দুই জেলার উপকূলের অংশে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে।মঙ্গলবার ওই জেলার পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে৷ বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি হতে পারে৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়ায়৷ বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে৷ এই ক’দিন উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ