Paschim Medinipur: ২২টি স্কুল পেল স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার, সৌজন্যে সমগ্র শিক্ষা মিশন

Paschim Medinipur: ২২টি স্কুল পেল স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার, সৌজন্যে সমগ্র শিক্ষা মিশন

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সমগ্র শিক্ষা মিশনের তরফে ‘স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার ২০২২’ সম্মানিত হল জেলার ২২টি স্কুল। বুধবার স্কুলগুলির প্রধান শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় প্রশাসনের তরফে।

গত ৭ ই আগস্ট সমগ্র শিক্ষা মিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় জেলার ২২টি স্কুলকে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কারে সম্মানিত করা হবে। বিদ্যালয়ের পরিকাঠামো, পরিবেশ, পরিচ্ছন্নতা, সৌন্দর্য, শৌচাগার, পানীয় জল, বর্জ্য নিষ্কাশন প্রভৃতি একাধিক মানকে বিচার্য্য হিসেবে ধরে মূল্যায়নের মাধ্যমে এই তালিকা প্রস্তুত হয়।

আরও পড়ুন:  Kharagpur: রাতভোর অবৈধ বালি খাদান অভিযান, বিজেপির বিরুদ্ধে বালি উত্তোলনের অভিযোগ অজিত মাইতির

পুরস্কৃত হওয়া স্কুলগুলি-

সহড়দা কালিপদ বিদ্যাপীঠ উঃ মা, খালিনা প্রাথমিক বিদ্যালয়, কাশিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয়- আইআইটি খড়গপুর, ঔরঙ্গবাদ বিপিনবিহারী মেমোরিয়াল পার্ট বেসিক স্কুল, নছিপুর আদিবাসী উচ্চ বিদ্যালয়, পাথরিশোল প্রাথমিক বিদ্যালয়, হাটসরবেড়িয়া ড. বি.সি. রায় শিক্ষা নিকেতন- উঃ মা, মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ, ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়, পানপাড়া প্রাথমিক বিদ্যালয়, উজান হরিপদ উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর মকরামপুর এস.এস শিক্ষা নিকেতন, বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়, পলাশী প্রাথমিক বিদ্যালয়, কুচলাচটি প্রাথমিক বিদ্যালয়, ডিএভি মডেল স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়- নম্বর ২ খড়গপুর, দোমোহানি জুনিয়র হাই স্কুল, কুলিবাদ প্রাথমিক বিদ্যালয়, মেনকাপুর প্রাথমিক বিদ্যালয় এবং ভেটিমলা বোর্ড ১ প্রাথমিক বিদ্যালয়।

আরও পড়ুন:  Keshpur: চরকায় উদ্ধার ২৫টি তাজা বোমা, করা হল নিষ্ক্রিয়

এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক, এডিএম, প্রাথমিক স্কুল শিক্ষা ও সেকেন্ডারি বোর্ডের ডিআই, সমগ্র শিক্ষা মিশনের ডিপিও প্রমুখরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ