Kharagpur: রাতভোর অবৈধ বালি খাদান অভিযান, বিজেপির বিরুদ্ধে বালি উত্তোলনের অভিযোগ অজিত মাইতির

Kharagpur: রাতভোর অবৈধ বালি খাদান অভিযান, বিজেপির বিরুদ্ধে বালি উত্তোলনের অভিযোগ অজিত মাইতির

দীর্ঘদিন ধরে আসা অভিযোগের ভিত্তিতে রাতভোর খড়গপুর লোকাল থানার অন্তর্গত জিনশহর এলাকায় অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযান চালালেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। নদী থেকে ৫ টি বালি তোলার মেশিন বাজেয়াপ্ত হয়েছে। বিজেপির বিরুদ্ধে অবৈধ বালি খাদানে মদত দেওয়ার অভিযোগ এনেছেন বিধায়ক অজিত মাইতি।

গত ৪৮ ঘন্টা ধরে চলছে খড়গপুর লোকাল থানার অন্তর্গত জিনশহর এলাকায় অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। উদ্ধার হয়েছে ৫ টি বালি তোলার মেশিন। আরও মেশিনের খোঁজে স্পিড বোট নিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে। পিংলার তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান অজিত মাইতির বক্তব্য, “পুলিশ ও প্রশাসন খুব সতর্কভাবে দেখছে যাতে অবৈধ ভাবে বালি না ওঠানো হয়। কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোথাও অবৈধ বালি খাদান চলতে দেওয়া হবে না।” তাঁর অভিযোগ, “বেশিরভাগ জায়গায় অবৈধ বালি খাদানগুলো বিজেপি চালায়। তৃণমূলের লোকজন যারা প্রথম প্রথম অবৈধ বালি খাদান চালাচ্ছিলেন তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল কোথাও খাদান চালাবে না। বরং বিজেপির টাকার দরকার তাই তারা অবৈধ খাদানগুলোকে গোপনে মদত দেয়। বালি মাফিয়াদের সাথে বিজেপির যোগাযোগ আছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ