Paschim Medinipur: দলবদলে উল্টোপুরাণ, লাল পার্টিতে ডেবরার ৩৯ টি পরিবার

Paschim Medinipur: দলবদলে উল্টোপুরাণ, লাল পার্টিতে ডেবরার ৩৯ টি পরিবার

রাজ্যে শাসক দল তৃণমূল। প্রধান বিরোধী দল বর্তমানে বিজেপি। বিগত বিধানসভা ভোটের আগে থেকেই রাজ্যে শুরু হয়েছে দলবদলের পালা। তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল। কখনও আবার প্রত্যাবর্তন। এখনও সেই দলবদলের ঘটনা ঘটে চলেছে। কিন্তু পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের জালিবান্দা গ্রামে সোমবার হল উল্টোপুরান। তৃণমূল, বিজেপি ছেড়ে লাল পার্টি তথা সিপিআইএম-এ যোগ দিলেন অনেকে।

আরও পড়ুন:  শুভেন্দু অধিকারী একজন ব্র্যান্ডেড ডাকাত – বললেন অখিল গিরির পুত্র

এইদিন ডেবরা ব্লকের জালিবান্দা গ্রামের ৩৯ টি পরিবার সিপিআইএম-এ যোগ দেন। রাজ্যের পরিস্থিতি অস্থিরতাপূর্ন বলে অভিযোগ করে তাঁদের বক্তব্য, একমাত্র সিপিএম-এর আন্দোলন অবস্থা পরিবর্তন করতে পারে। শাসক দলের অত্যাচার থেকে রক্ষা পেতেই তাঁরা সুশান্ত ঘোষ ও সিপিআইএম এর শরণাপন্ন হয়েছেন বলে জানিয়েছেন যোগদানকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ