WB Teachers recruitment:বড় ঘোষণা, ২১ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ, জেনে নিন বিস্তারিত

গত সপ্তাহেই আদালত স্পষ্ট করে দিয়েছে নতুন নিয়োগে তাদের তরফে কোন নিষেধাজ্ঞা নেই। এমনকী ফের এ নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা হলে আদালত পদক্ষেপ করবে বলে জানান বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। এর পরই চাপ বেড়ে গেছে রাজ্য সরকারের উপর।আর সেই চাপে পরেই রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানালেন শিক্ষা মন্ত্রী।

এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন আদালত নিয়োগে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ।এরপর গত সপ্তাহে হাইকোর্ট নিয়োগে নিষেধাজ্ঞা নেই বলতেই তত্‍পরতা রাজ্য সরকারের। স্কুলে ২১ হাজার শূন্যপদে নতুন করে নিয়োগের তোড়জোড়। পুজোর মধ্যেই ২১ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু। উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে শিক্ষক-প্রধান শিক্ষক পদে নিয়োগ হবে। আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

‘তবে SSC আন্দোলনকারীদের প্রত্যেকের চাকরি নিশ্চিত করা সম্ভব নয়।সহানুভূতির সঙ্গে আইনকে মেশাতে হবে।আর আন্দোলন মানেই ন্যায্য নয়’ সোমবার শিক্ষা দফতরের এক গুরুত্বপূর্ণ বৈঠকে একথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিনের বৈঠকে হাজির ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের নবনিযুক্ত সভাপতি, SSCর সভাপতিসহ শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকরা।

সেখানে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে পুজোর আগেই ২১ হাজার শূন্যপদে শুরু হবে নিয়োগপ্রক্রিয়া। দুর্নীতি এড়াতে নিয়োগবিধিতে ব্যাপক রদবদলের সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ