BRAKING NEWS

Paschim Medinipur : ডেবরায় নাকা চেকিং-এ উদ্ধার ৭৪ কেজি গাঁজা

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

ডেবরা থানার নাকা চেকিং পয়েন্টে উদ্ধার ৭৪ কেজি গাঁজা। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা টোল প্লাজা সংলগ্ন এলাকার ১৬ নং জাতীয় সড়কের উপর।

জানা গিয়েছে, শুক্রবার মধ্যরাতে ডেবরা পুলিশের নাকা চেকিং চলছিল ডেবরা টোল প্লাজা সংলগ্ন এলাকার ১৬ নং জাতীয় সড়কে। সেই সময়ে একটি গাড়িতে দুটি ব্যাগ ভর্তি গাঁজা মেলে। গ্রেপ্তার করা হয় ২ জনকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এসডিপিও গোবিন্দ সিকদার, ডেবরা সিআইও ডেবরা থানার ওসি গৌতম মাইতি প্রমুখ আধিকারিকরা। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৭৪ কেজি, আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। ঐ গাঁজা ওড়িশা থেকে উত্তর ২৪ পরগনা জেলার হেলেঞ্জায় পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে।

Keshpur DA : ধর্মঘটে সামিল হওয়ায় শিক্ষকদের স্কুল থেকে বের করে তালা লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *