21st July: দাদার জল বয়ে পঞ্চায়েতের টিকিট পাওয়া যাবে না! কর্মীদের বার্তা অভিষেকের

21st July: দাদার জল বয়ে পঞ্চায়েতের টিকিট পাওয়া যাবে না! কর্মীদের বার্তা অভিষেকের

২১ জুলাই ছিল তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ। সেই সমাবেশ মঞ্চ থেকেই আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় দাদার জল বয়ে পঞ্চায়েতের টিকিট পাওয়া যাবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার পুরো দক্ষিণবঙ্গের মতোই কলকাতাও ছিল বর্ষণমুখর। সেই বর্ষণ মাথায় নিয়ে ছাতা সরিয়ে দিয়ে বক্তৃতা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। স্বাভাবিক ভঙ্গিমায় তিনি তীব্র আক্রমণ করেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে। কিন্তু নিজের বক্তব্যে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন অভিষেক। তিনি বলেন, “এই দলে নেতাদের চেয়ে কর্মীদের মান-মর্যাদা-সম্মান অনেক বেশি।” তিনি আরও বলেন, “তৃণমূল করতে গেলে মানুষকে প্রাধান্য দিতে হবে। দৃপ্তকণ্ঠে বলছি, দলীয় অনুশাসন মানতে হবে। তৃণমূল কারও করে খাওয়ার জায়গা নয়। লড়াই, সংগ্রাম করে নেত্রীর আদর্শকে নিয়ে চলা। নির্ভয়ে, নির্লোভে তৃণমূল করতে হবে।’’ তাঁর সংযোজন, ‘‘আজকের তৃণমূল অন্য তৃণমূল। এই তৃণমূলে মিরজাফর নেই, গদ্দার নেই, ধান্দাবাজরা নেই। এই তৃণমূল বিশুদ্ধ লোহার মতো। যত বেশি আঘাত করবেন, তত বেশি শক্ত হবে।”

আরও পড়ুন:  Jhargram: “তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের”, আক্রমণ সুকান্ত মজুমদারের

এরপরেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, “যোগ্যতার নিরিখে পঞ্চায়েতের টিকিট পাবেন। আপনাকে মানুষ সার্টিফিকেট দিলে পঞ্চায়েতের টিকিট পাবেন। নইলে যত বড় নেতাই আপনার কথা বলুন, আপনি টিকিট পাবেন না।” তৃণমূল নেতার হুঁশিয়ারি, “দাদার জল বয়ে টিকিট পাবেন না। যে কোনও দাদার ছত্রছায়ায় থাকুন না কেন, টিকিট পাওয়া যাবে না। মানুষের কাছে থাকলেই টিকিট পাওয়া যাবে। মানুষের হয়ে কাজ করলেই টিকিট পাওয়া যাবে।’’ সেই সঙ্গে তাঁর সতর্কবার্তা, ‘‘আমি আগেই বলেছি, ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ