21st July: ‘বাম আমলে চাকরি ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকায় বিক্রি’, বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর

21st July: 'বাম আমলে চাকরি ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকায় বিক্রি', বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর

২১ শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে বিগত বাম সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম সরকারের আমলে শিক্ষকের চাকরি ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকায় বিক্রির অভিযোগ এনেছেন তিনি। নাম নিয়ে বিকাশ ভট্টাচার্যকেও কটাক্ষ করেন তিনি।

তৃণমূলের শহীদ দিবসের সভামঞ্চ থেকে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে বামেদের উদ্দেশ্যেও আক্রমণ শানান তিনি। তিনি বলেন, “সিপিএম-এর আমলে চাকরি হয়েছিল। এক একটা টিচারের চাকরিতে, আমি অনেকের কাছে শুনেছি ১০ লাখ, ১৫ লাখ টাকায় এক একটা চাকরি বিক্রি হয়েছিল।”

আরও পড়ুন:  শ্রীরামকৃষ্ণ সারদাপিঠ গার্লস স্কুলে মুখ্যমন্ত্রী, সময় কাটালেন পড়ুয়াদের সঙ্গে

এখানেই শেষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, “সিপিএম-এর একটা কাগজ আছে। দলের কাগজ। তার যত রিপোর্টার আছে তাঁর বেশিরভাগের বউ সবাই টিচারের চাকরি পেয়েছে কী করে।” তাঁর কটাক্ষ, “ছেলেরা পার্টি করবে, আর বউরা চাকরি করবে। এই নিয়ে সিপিএম চাকরিগুলো দিয়েছিল।”

আরও পড়ুন:  Akhil Giri : ফের ক্ষমাপ্রার্থনা অখিল গিরির, রাষ্ট্রপতি নিয়ে মন্তব্যের জন্য “অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী”

বর্তমানে একাধিক নিয়োগের দুর্নীতির অভিযোগে আইনজীবী হিসেবে আদালতে লড়ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, “রোজ সিপিএমের বিকাশবাবু বলছেন, এটা কাটো, ওটা কাটো। আহা রে, সাধুপুরুষ! ভাজা মাছটা উল্টে খেতে পারেন না! আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বার করব? কাদের কাদের জন্মের শংসাপত্র দিয়েছিলেন? আদৌ কি তাঁরা জন্মের শংসাপত্র পাওয়ার যোগ্য ছিলেন? দেখবেন ফাইলটা ? না আমি দেখব?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ