Jhargram: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ঝাড়গ্রামের বেসরকারী নার্সিংহোমের বিরুদ্ধে

Jhargram: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ঝাড়গ্রামের বেসরকারী নার্সিংহোমের বিরুদ্ধে

ভুল চিকিৎসার কারনে রোগী মৃত্যুর অভিযোগ উঠলো ঝাড়গ্রামের একটি বেসরকারী নার্সিংহোমের বিরুদ্ধে। জানাগেছে মঙ্গলবার চন্দ্রী গ্রামের বছর ৩৪ এর গৃহবধূ মাতঙ্গিনী গিরি পেট খারাপ ও শরির হাল্কা গরম নিয়ে ঝাড়গ্রামের একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি হন।

আরও পড়ুন:  Jhargram: “তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের”, আক্রমণ সুকান্ত মজুমদারের

বুধবার সকালে মাতঙ্গিনী গিরি ভালো হয়ে উঠলেও নার্সিংহোম জানায় ইউএসজি করতে হবে। ইউজিসি করার পর বুধবার বিকেলে আবার পেটে অসহ্য ব্যথা শুরু হয় ও তার পেট ফুলতে শুরু করে। উপস্থিত নার্স ও রোগীনিকে একটি ইনজেকশন দেন বলে দাবি পরিবারের।ঐ ইনজেকশন দেওয়ার পরেই মাতঙ্গিনী গিরি মারা যান বলে পরিবারের অভিযোগ।

আরও পড়ুন:  Belpahari: আদিবাসীদের ক্ষোভের সম্মুখীন মুখ্যমন্ত্রী, দিলেন আশ্বাস

চিকিৎসার গাফিলতির অভিযোগে মৃত ঐ মহিলার পরিবারের লোকজন ঝাড়গ্রামে বেসরকারী নার্সিংহোমের কতৃপক্ষের সঙ্গে গন্ডগোল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝাড়গ্রাম থানার পুলিশ ও নার্সিংহোমে পৌঁছায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ