Garbeta: জল-জঙ্গল রক্ষা ও আদিবাসী-বনবাসী অধিকারের দাবিতে আন্দোলনে মাঝি পরগনা মহল ও আদিবাসী মহাসভা

Garbeta: জল-জঙ্গল রক্ষা ও আদিবাসী-বনবাসী অধিকারের দাবিতে আন্দোলনে মাঝি পরগনা মহল ও আদিবাসী মহাসভা

জঙ্গলমহলের জল জঙ্গল বাঁচাতে ও আদিবাসী-বনবাসী অধিকার পেতে আন্দোলনে নামল জঙ্গলমহলের একাধিক আদিবাসী সংগঠন। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আন্দোলনের ডাক দিয়েছে সংগঠনগুলো।

বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের গড়বেতায় ও ২ নম্বর ব্লকের গোয়ালতোড় এলাকায় অধিকার পদযাত্রার আয়োজন করা হয়েছিল ভারত জাকাত মাঝি পারগানা মহল ও বনাধিকার প্রকৃতি বাঁচাও আদিবাসী মহাসভার তরফে। আন্দোলনের মাধ্যমে প্রশ্ন তোলা হয়, ১৮ ডিসেম্বর ২০০৬ বনাধিকার আইনে আদিবাসী গ্রামে গ্রামসভা গঠন সংবিধান স্বীকৃত হওয়ার পরেও তা কার্যকর হয়নি কেন। সেই সঙ্গে কেন্দ্রের তরফে পরিবেশ মন্ত্রকের আনতে চলা নতুন বনাধিকার আইনের তীব্র বিরোধিতা করে প্রতিবাদ জানানো হয়। এই আইনের প্রস্তাব বাতিল না করে হলে, রাজ্যের সাংসদদের ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ