Anubrata Mandal: মুর্শিদাবাদের গরু পাচারচক্র নিয়ন্ত্রিত হত বীরভূম থেকে, দাবি সিবিআইয়ের

Anubrata Mandal: মুর্শিদাবাদের গরু পাচারচক্র নিয়ন্ত্রিত হত বীরভূম থেকে, দাবি সিবিআইয়ের

নজরে গরু পাচারচক্র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই শিকড় সন্ধানে ব্যস্ত। প্রথমে অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেন, তারপর এক একে ব্যবসায়ী এনামুল হক, বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমাররা সিবিআই এর হাতে আটক হয়েছে। অবশেষে সিবিআই গ্রেপ্তার করেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে। সিবিআইয়ের দাবি অনুব্রত-কে জেরা করেই জানা গেছে বীরভূম থেকেই মুর্শিদাবাদের গরু পাচার নিয়ন্ত্রিত হত, এমনটাই খবর সূত্রের।

আরও পড়ুন:  ম্যাচ গড়াপেটার অভিযোগ ভারতীয় ফুটবলে, তদন্তে সিবিআই

সূত্র মারফত জানা গিয়েছে সিবিআই এর অনুমান, বীরভূম থেকে মুর্শিদাবাদের গরু পাচার নিয়ন্ত্রিত হত দুটি তরফে। একদিকে অনুব্রত মন্ডলের তরফে তাঁর দেহরক্ষী সায়গল হোসেন পাচারকারীদের সঙ্গে সংযোগ রাখতেন। অন্যদিকে ব্যবসায়ীদের তরফে এনামুল হকের ভূমিকা সামলাতেন শেখ আবদুল লতিফ, যিনি ইলামবাজার হাট থেকে নিয়ন্ত্রণ করতেন। এমনও দাবি, অত্যন্ত অল্প মূল্যে সায়গল হোসেনের মা লতিফা খাতুনের সম্পত্তি দুইবার হাতবদল হয়। যার বিনিময়ে এনামুল গরু কেনাবেচা করেছিল যেগুলি পরে পাচার করা হয়। যদিও সিবিআই সূত্রে এই সংক্রান্ত দাবিগুলো উঠে এলেও GNE Bangla-র তরফে এই সংক্রান্ত দাবির সত্যতা বিচার করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ