Free Electricity : ৪০০ অধিক শবর বাড়িতে বিনামূল্যে ইলেকট্রিক মিটার কানেকশন

Free Electricity : ৪০০ অধিক শবর বাড়িতে বিনামূল্যে ইলেকট্রিক মিটার কানেকশন

দীর্ঘদিনের আন্দোলনের দাবির পূর্ণতা। অবশেষে বিনামূল্যে ইলেকট্রিক পেতে চলেছেন বাঁকুড়ার রানিবাঁধ এলাকার শবর পরিবারগুলি। ইতিমধ্যেই প্রায় ৪০০ বাড়িতে বিনামূল্যে ইলেকট্রিক মিটার কানেক্শন দেওয়া হয়েছে।

আন্দোলনের সঙ্গে যুক্তদের দাবি, বামফ্রন্ট সরকারের আমলে শবর পরিবারগুলিতে বিপিএল তালিকায় ইলেকট্রিক কানেকশন দেওয়া হয়েছিল। কিন্তু সরকার পরিবর্তনের পরে বিল আসতে থাকে৷ বিল মেটাতে অপারগ হওয়ায় এক এক করে কেটে দেওয়া হয় কানেকশন৷ এরপরেই আন্দোলনে নামেন রানিবাঁধে ৫৬৭টি খাড়িয়া(শবর) পরিবার৷ বিভিন্ন সরকারি সুবিধার দাবিতে চলে মিছিল, বিডিও অফিস ঘেরাও প্রভৃতি। অবশেষে প্রশাসনিক উদ্যোগে শবর পরিবারগুলিকে বিশেষ ক্যাম্প করে আধার কার্ড দেওয়া হয়। এবার বিনামূল্যে ইলেকট্রিক কানেকশন দেওয়াও চলছে৷ আন্দোলনকারীদের তরফে রানিবাঁধের বিডিও রৌনক আগরওয়াল ও ইলেকট্রিক স্টেশন ম্যানেজার দেবাশীষ ঘোষকে ধন্যবাদ জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ