Health Secretary Arrest : স্বাস্থ্য সচিবকে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় তফসিল জাতি কমিশনের, হুঁশিয়ারি সহ সভাপতির

Health Secretary Arrest : স্বাস্থ্য সচিবকে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় তফসিল জাতি কমিশনের, হুঁশিয়ারি সহ সভাপতির

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার হুঁশিয়ারি দিলেন জাতীয় তফসিল জাতি কমিশনের সহ সভাপতি অরুন হালদার। জাতীয় তফসিল জাতি কমিশনের সমনকে উপেক্ষা করাতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

সোমবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনে এসেছিলেন জাতীয় তফসিল জাতি কমিশনের সহ-সভাপতি অরুণ হালদার। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেছিলেন ডাক্তার সজল বিশ্বাস। সেই সময়ে চাকরি ছাড়তে চেয়ে আবেদন করেছিলেন স্বাস্থ্য দফতরে। কিন্তু অভিযোগ, সেই সময়ে স্বাস্থ্য দফতরের তরফে তাঁর আবেদন গৃহীত হয়নি। অন্যদিকে আরও অভিযোগ, তাঁর চাকরি ছাড়ার আবেদন গৃহীত না হওয়ায় তিনি পুনরায় কাজে যোগ দিতে চাইলেও তাঁকে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন:  Medinipur : প্রয়োজনে তলোয়ার হাতে চৌরাস্তায় দাঁড়ানোর হুঁশিয়ারি, রামনবমী নিয়ে হুঙ্কার দিলীপ ঘোষের

এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় জাতীয় তফসিল জাতি কমিশন। কিন্তু রিপোর্ট দেওয়া হয়নি। এরপর কমিশনের সমনকেও অবহেলা করা হয়েছে বলে অভিযোগ কমিশনের সহ-সভাপতির। তিনি জানিয়েছেন, “এবার স্বাস্থ্য সচিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা যাবে। পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার কোনো উচ্চপদস্থ আইএএস আধিকারিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ