টুসু উৎসব : জঙ্গলমহলের একান্ত মকর পরব

সারাদেশের মকর সংক্রান্তিতে জঙ্গলমহলে পালিত হয় নিজস্ব টুসু উৎসব। রাজ্যের পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলা, পশ্চিম সিংভূম জেলা, সাঁওতাল পরগনা, ধানবাদ জেলা, সরাইকেল্লা খরসোয়া জেলা, রাঁচি ও হাজারিবাগ জেলা এবং ওড়িশার ময়ূরভঞ্জ জেলা, সুন্দরগড় জেলা, কেন্দুঝর জেলায় টুসু পরবের ব্যপ্তি।

জঙ্গলমহলের এই নিজস্ব উৎসবের শুরু অগ্রহায়ণ মাসের শেষ দিন, যা শেষ হয় পৌষ সংক্রান্তির দিন। লৌকিক দেবী কুমারী রূপে পূজা করে সংক্রান্তির সন্ধ্যাবেলায় গ্রামের কুমারী মেয়েরা একটি পাত্রে চালের গুঁড়ো লাগিয়ে তাতে তুষ রাখেন। তারপর তুষের ওপর ধান, কাড়ুলি বাছুরের গোবরের মন্ড, দূর্বা ঘাস, আল চাল, আকন্দ, বাসক ফুল, কাচ ফুল, গাঁদা ফুলের মালা সাজিয়ে কুমারী মেয়েরা দলবদ্ধ হয়ে টুসু দেবীর নিকট তাদের ব্যক্তিগত ও সামাজিক অভিজ্ঞতা সুর করে নিবেদন করেন। যা টুসু গান নামে পরিচিত এবং এই উৎসবের অন্যতম প্রধান লৌকিক আকর্ষণ। কুমারী মেয়েরা ছাড়াও গৃহবধূ ও বয়স্কা মহিলারাও টুসু গানে অংশগ্রহণ করেন। 

তারপর মকরের ভোরে টুসু দেবীকে বাঁশ বা কাঠের তৈরী রঙিন কাগজে সজ্জিত চৌডল বা চতুর্দোলায় বসিয়ে নদী বা পুকুরে নিয়ে গিয়ে প্রত্যেক টুসু দল একে অপরের টুসুর প্রতি বক্রোক্তি করে গান গাইতে দেবী বিসর্জন করেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ