মকর সংক্রান্তি : দেশ জুড়ে একাধিক নামে এক ফসলের উৎসব

পৌষের শেষে সারা দেশ জুড়ে পালিত হয় মকরসংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। কিন্তু স্থান ভেদে এর নামও ভিন্ন ভিন্ন। বাংলায় পৌষ সংক্রান্তি, তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাতে উত্তরায়ণ, অসমে ভোগালি বিহু, কর্নাটকে মকর সংক্রমণ, কাশ্মীরে শায়েন-ক্রাত। এ এক সারা দেশে উদযাপিত ফসলের উৎসব। আবার পুরো দক্ষিণ এশিয়ায় এই উৎসব রয়েছে। নেপালে এই উৎসব পরিচিত মাঘি নামে, তাইল্যান্ডে সংক্রান, লাওসে পি-মা-লাও, মায়ানমারে থিং-ইয়ান এবং কম্বোডিয়ায় মহাসংক্রান।

বিভিন্ন নামের সাথে স্থান ভেদে উৎসবের প্রকৃতি, বৈশিষ্ট্যর সঙ্গে কতদিন ধরে চলবে তাও পরিবর্তিত হয়। অবশ্য এই উৎসব কতদিন ধরে চলে আসছে সেই বিষয়ে সুস্পষ্টভাবে কোনও তথ্য পাওয়া যায় না। বাঙালির কাছে এ হল পিঠে পুলির উৎসব। বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসব। বাঙালি গ্রহস্থের হেঁশেলে থেকে ভেসে আসে পায়েস, পিঠে পুলির সুবাস। মকর সংক্রান্তির আর একটি বিশেষ আকর্ষণ ঘুড়ি উৎসব। এক সময় ছিল মকরের দিন আকাশ ভরে যেতো পেটকাটি, চাঁদিয়ালদের দাপটে। কিন্তু সেই দিন ক্রমশ হারাচ্ছে। যেমন হারাচ্ছে বাঙালির পিঠে পুলির ঐতিহ্য। ক্রমশ জায়গা নিচ্ছে কৃত্রিমতা। এক সময়ে হেঁশেলে বসে চালগুড়ি, দুধ, নারকেল সহযোগে গড়ে ওঠা পিঠে পুলির রসনা আধুনিক প্রজন্মর অপরিচিত। স্বধর্মকে নিধন করে ভয়াবহ পরধর্ম চর্চায় মাতছে বাঙালি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ