- Advertisement -
চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
গত ১৯ থেকে ২১শে আগষ্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক
মাস্টার্স অ্যাথলেটিকস মিট। সেখানেই উজ্জ্বল জঙ্গলমহল। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার মোট ১৩ জন আন্তর্জাতিক ক্ষেত্রে পদক জিতে আরও উজ্জ্বল করেছেন দেশের গৌরব।
ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার মোট ১৩ জন পদক জয়ীকে বিশেষ সংবর্ধনা জানালো মেদিনীপুরের তরুণ সংঘ ক্লাব। গত ১৯ থেকে ২১শে আগষ্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই অ্যাথলেটিকস মিটে তাঁদের সাফল্যের জন্য জানানো হয় শুভেচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা, প্রাক্তন বিধায়ক চুনিবালা হাঁসদা, জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জিত তরুই, কাউন্সিলর ইন্দ্রজিৎ পানীগ্রাহী , তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে শান্তুনু চক্রবর্তী, নন্দলাল ভকত, তপন ভকত প্রমুখরা।