Jhargram News: পঞ্চায়েত ভোটের আগে হাওয়া গরম তৃণমূলে, প্রধানকে অপসারণের দাবি উপপ্রধানের

Jhargram News: পঞ্চায়েত ভোটের আগে হাওয়া গরম তৃণমূলে, প্রধানকে অপসারণের দাবি উপপ্রধানের

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতিঅভিযোগ এনে অপসারণের দাবি জানালেন খোদ তৃণমূলের উপপ্রধান। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বড়নিগুই পঞ্চায়েতে। স্বাভাবিক ভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বড়নিগুই পঞ্চায়েতের সদস্য সংখ্যা মোট ৭ জন। সাত জন সদস্যের মধ্যে ৪ জন তৃণমূল থেকে নির্বাচিত এবং বাকি ৩ জন বিজেপির সদস্য। নভেম্বরের এক তারিখে বিজেপির ৩ জন সদস্য এবং তৃণমূলের উপপ্রধান অঞ্জলী গিরি দুর্নীতির অভিযোগ আনেন পঞ্চায়েতের তৃণমূল প্রধান রীতা রাউৎ-এর বিরুদ্ধে। সেই সঙ্গে লিখিত অভিযোগপত্রের মাধ্যমে নয়াগ্রাম ব্লকের বিডিও-এর কাছে প্রধানের অপসারনের দাবি জানান। উপপ্রধান অঞ্জলী গিরি লিখিত ভাবে অভিযোগ আনেন, “পঞ্চায়েত প্রধান রীতা রাউৎ দীর্ঘদিন ধরে সমস্ত সরকারি প্রকল্পে একক সিদ্ধান্ত নিয়ে কাজ করে যাচ্ছেন।” তাঁর অভিযোগ, প্রধান কন্ট্রাক্টরদের সঙ্গে দুর্নীতিতে জড়িত হয়ে এলাকায় নিম্নমানের কাজ করছেন। তাই নিজের সমর্থন প্রত্যাহারের কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:  “পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে”, তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ কিন্তু ঘটনা এখানেই সমাপ্ত নয়। শুক্রবার প্রধানের বিরুদ্ধে অভিযোগকারী এক বিজেপি সদস্য, প্রতাপচন্দ্র ভূঞ্যা লিখিত ভাবে বিডিওকে জানিয়েছেন, তিনি প্রধানের অপসারন চান না। তাঁকে দিয়ে জোর করে অভিযোগ পত্রে স্বাক্ষর করানো হয়েছে। ফলে পুরো ঘটনায় রাজনৈতিক বিতর্ক আরও বৃদ্ধি পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ