Egra: “যদি ক্ষমতা থাকে ঝাড়গ্রাম বিধানসভায় ঢুকে দেখান”, শুভেন্দুকে ‘চ্যালেঞ্জ’ বীরবাহার

ফের শুভেন্দু-তৃণমূল সংঘাত। এগরায় তৃণমূলের সভায় শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সরকারের মন্ত্রী বীরবাহা হাঁসদা। বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বললেন, “যদি ক্ষমতা থাকে ঝাড়গ্রাম বিধানসভায় ঢুকে দেখান। যদি না আটকাতে পারি আমার নাম বীরবাহা হাঁসদা নয়। আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে যাচ্ছি।”

এইদিন নন্দীগ্রামের বিজেপি বিধায়কের উদ্দেশ্যে একের পর এক আক্রমণ শাণিয়েছেন বীরবাহা। তিনি বলেন, “আপনি বলেছিলেন বীরবাহা হাঁসদা আমার বোন। কথা দিয়েছিলেন, চিরদিন তোমার পাশে থাকব। কিন্তু উনি কথা রাখেননি। উনি আমাকে পায়ের নীচে নামিয়ে দিয়েছেন। যে নিজের বলা কথাগুলো ভুলে যায়, নিজের পরিচিত লোকদের ভুলে যায় সেই শুভেন্দু কিভাবে সাধারণ মানুষের কথা মনে রাখবে!” মন্ত্রীর হুঁশিয়ারি, “উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন থেকে যদি ছুরি মারতে পারেন, তাহলে আপনার আমার মতো খেটে খাওয়া মানুষদের পেছনে ছুরি মারতে কতক্ষণ!” জঙ্গলমহলবাসীর কাছে বীরবাহার আবেদন, “আজকের দিন থেকে শপথ নিন আগামী পঞ্চায়েত নির্বাচনে এখান থেকে শুভেন্দুকে তাড়াবেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ