Durga Puja: সিউড়ির বসাক বাড়ির দুর্গা পুজো, এখন দুই বাংলার মিলনকেন্দ্র

Durga Puja: সিউড়ির বসাক বাড়ির দুর্গা পুজো, এখন দুই বাংলার মিলনকেন্দ্র

বৈষ্ণব মতে বাংলাদেশের ঢাকার ধামরাই গ্রামে শুরু হয়ে ছিল বসাক বাড়ির পুজো। তারপর দেশভাগ। বাংলাদেশ থেকে বসাক পরিবার বীরভূমের সিউড়িতে এসে বসত শুরু করে৷ কিন্তু বজায় থাকে সাবেক পুকোর ঐতিহ্য।

বসাক বাড়িতে পঞ্চমী থেকে শুরু হয় পুজো। বাংলাদেশ থেকে বসাক বাড়ির পূর্ব পুরুষ এনে ছিলেন মনসা দেবীর ঘট৷ রীতি মেনে পঞ্চমীতে প্রথমে হয় মনসা দেবীর পুজো৷ তারপর চলে নিয়ম মতে দশভুজার আবাহন। বৈষ্ণব মতে পুজো হওয়ায় পঞ্চমী থেকে দশমী বাড়িতে প্রবেশ করে না কোনো রকম আমিষ খাবার৷ আগে মাটির প্রতিমায় পুজা হলেও এখন দেবী ধাতুমূর্তিতে পূজিতা হন। ফলে হয় না দশমীর প্রতিমা নিরঞ্জন। প্রায় ৩০০ বছরের বেশি প্রাচীন এই পুজো এখন বহন করে চলেছে দুই বাংলার সাবেক ঐতিহ্য।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ