“GO BACK কলকাতার বাবুরা”- শিল্পের পক্ষে জোরালো আওয়াজ আদিবাসীদের

"GO BACK কলকাতার বাবুরা"- শিল্পের পক্ষে জোরালো আওয়াজ আদিবাসীদের
  • দেউচা পাচামি কয়লা শিল্পের প্রকল্পের পক্ষে-বিপক্ষে আদিবাসীদের আন্দোলন নিয়ে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমে। শনিবার আদিবাসীদের একাংশ বাম সমর্থিত সংগঠন বিদ্বেষের রাজনীতি বিরোধী মঞ্চের নেতৃত্বে কয়লা প্রকল্পের বিরোধিতা করে শান্তিনিকেতন থেকে দেউচা পাচামির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছে।

অপরদিকে এই পদযাত্রার বিরোধিতা করে আদিবাসীদের আরেক অংশ বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর এলাকা সহ বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। এই সকল আদিবাসীরা পাচামি শিল্প প্রকল্প চায় বলে দাবি করেছেন। এই ঘটনায় এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের বিভিন্ন জায়গায়।

দেউচা পাচামি শিল্পের পক্ষে বুদ্ধদেব হমরাম বলেন,’দেউচা পাচামি শিল্প আমরা চাই। এখানে কর্ম সংস্থান হলে অনেক লোকে কাজ পাবে। কলকাতার বাবুরা চাইছে এই শিল্প যাতে না হোক তাই আমরা এর বিরোধিতা করে আজ পথ অবরোধ করেছি’ ।

আরেক অবরোধকারী বলেন,’আমাদের মাননীয়া মমতা সরকার যে প্যাকেজটা দিয়েছেন দেউচা পাচামিতে কয়লাখনি হওয়ার জন্য সেটা আমরা ১০০% সমর্থন করছি। আমরা চাই যেমন করে হোক সেখানে কয়লা খনি হোক। তাতে পাচামির সমস্ত আদিবাসী এবং বেকার ছেলে মেয়েরা কাজ পাবেন। আমরা দেখছি কলকাতা থেকে অনেক বাবুরা আসেন এবং তারা এখানে কয়লা খনি হতে দেবে না বলে দাবি করেন। আমরা এতে রুখে দাঁড়িয়েছে এবং আগামীতেও রুখে দাঁড়াবো’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ