Durga Puja: ভট্টাচার্য বাড়ির ‘কালো’ দুর্গা, পাবনা থেকে বেলেঘাটায় এসে পূজিতা হন ভদ্রকালী রূপে

Durga Puja: ভট্টাচার্য বাড়ির 'কালো' দুর্গা, পাবনা থেকে বেলেঘাটায় এসে পূজিতা হন ভদ্রকালী রূপে

 

দেবী পূজিতা হতেন বাংলাদেশের পাবনা জেলার স্থলবসন্তপুর অঞ্চলে। এখন বেলেঘাটার ভট্টাচার্য বাড়ি তার স্থান। এই পুজোর একটি বিশেষ বিশেষত্ব আছে৷ দেবীর গাত্র বর্ণ ‘কালো’! ফলে দেবী ‘কালো’ দুর্গা নামেই সমধিক পরিচিতা।

ভট্টাচার্য বাড়ির পারিবারিক ইতিহাস থেকে জানা যায়, নাটোরের রানী ভবানী জমি দান করেন হরিদেব ভট্টাচার্যকে। বাংলাদেশের পাবনা জেলার স্থলবসন্তপুর অঞ্চলের জমিদার হয়ে যান তিনি। কথিন আছে, তিনি স্বপ্নাদেশ পান ‘কৃষ্ণবর্ণ’ দেবী দুর্গাকে পুজো করার। তারপর থেকে ২৯০ বছর তাই হয়ে আসছে। ভট্টাচার্য বাড়ির ‘কৃষ্ণবর্ণ’ দেবী দুর্গা পূজিতা হন কালিকা পুরাণ মতে ভদ্রকালী রূপে। মায়ের ডান পাশে থাকেন লক্ষ্মীদেবী ও কার্তিক এবং বামপাশে থাকেন দেবী সরস্বতী এবং গণেশ। তাদের গাত্রবর্ণ সাদা, মহিষাসুর সবুজ৷ শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য এখন বজায় রেখেছেন ভট্টাচার্য বাড়ির নবীন প্রজন্মরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ