কুড়মীদের সম্পর্কে বিজেপি নেতার কুরুচিকর মন্তব্য, ঝাড়গ্রামে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

কুড়মীদের সম্পর্কে বিজেপি নেতার কুরুচিকর মন্তব্য, ঝাড়গ্রামে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

ঝাড়গ্রামের বিজেপি নেতা স্বপন মাহাতোর কুড়মী সম্প্রদায় সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম জেলা জুড়ে কুড়মী সম্প্রদায়ের মানুষদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মন্তব্যের প্রতিবাদে শনিবার বিকালে ঝাড়গ্রামের বংশীর মোড় এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস।

জানা গিয়েছে, শুক্রবার একটি টিভি চ্যানেলে ঝাড়গ্রামের বিজেপি নেতা স্বপন মাহাতো কুড়মী সম্প্রদায় সম্পর্কে কিছু মন্তব্য করেন। অভিযোগ উঠেছে, সেই মন্তব্য অত্যন্ত ‘কুরুচিকর’। ঐ মন্তব্যের তীব্র নিন্দা করে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেলে ঝাড়গ্রাম ১৮ নম্বর ওয়ার্ডের বংশীর মোড় এলাকায় কর্মসূচি পালিত হয়। সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার পৌরপ্রধান কবিতা ঘোষ, আইএনটিটিইউসি-র ঝাড়গ্রাম জেলার সভাপতি মহাশীষ মাহাতো, গৌতম মাহাতো, অজিত মাহাতো, গৌরাঙ্গ প্রধান, তৃনমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অজয় সেন প্রমুখ।

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

বিজেপি নেতা স্বপন মাহাতোর মন্তব্যের তীব্র নিন্দা করে পৌরপ্রধান কবিতা ঘোষ বলেন, “একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে বিজেপি নেতা স্বপন মাহাতো যে মন্তব্য করেছেন তা খুবই দুঃখজনক।” বিজেপির তীব্র সমালোচনা করে তিনি মন্তব্যের জন্য সর্বসমক্ষে স্বপন মাহাতোর ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, একটি সম্প্রদায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে তৃণমূল কংগ্রেস নিরবিচ্ছিন্ন ভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এছাড়া গৌতম মাহাতো অভিযোগ করেছেন, উস্কানিমূলক বক্তব্য রেখে শান্ত জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ