Nabanna Abhiyan: শুভেন্দু আটক হয়ে লালবাজারে, আটক লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহাও

Nabanna Abhiyan: শুভেন্দু আটক হয়ে লালবাজারে, আটক লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহাও

 

মঙ্গলবার বিজেপিনবান্ন অভিযানকে কেন্দ্র করে সরগরম কলকাতা। দ্বিতীয় হুগলি সেতুর কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করে পুলিশ। তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয়। জানা গিয়েছে, তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশি অনুমতি না মিললেও মঙ্গলবার ঘোষিত কর্মসূচি অনুযায়ী নবান্ন অভিযান শুরু করেছে বিজেপি। জায়গায় জায়গায় ব্যারিকেড ও বাহিনী মোতায়েন করেছে পুলিশ। সাঁতরাগাছি যাওয়ার আগে দ্বিতীয় হুগলি সেতুর কাছে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারীলকেট চট্টোপাধ্যায়কে। বেলা সাড়ে বারোটা নাগাদ পিটিএসের সামনে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারী এবং লকেট চট্টোপাধ্যায়কে। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা এবং সাংসদ। ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিরোধী দলনেতা। এরপরেই শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহাকে আটক করে পুলিশ। বিরোধী দলনেতাকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। জানা গিয়েছে তাঁকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। মহিলা পুলিশ কর্মীরা কেন তাঁর গায়ে হাত দিচ্ছেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন:  পঞ্চায়েত ভোটে বিজেপিকে জেতালেই পৃথক রাঢ়বঙ্গ রাজ্যের দাবি, জানালেন বিজেপি বিধায়ক

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ