Mamata Banerjee: মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী, তিন দিনে একগুচ্ছ কর্মসূচি

Mamata Banerjee: মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী, তিন দিনে একগুচ্ছ কর্মসূচি

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের জেলা সফর শুরু হল। সোমবার বিকেল ৪.২০ নাগাদ খড়গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নতুন গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার থেকে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সোমবার খড়গপুর পৌরসভার পৌর প্রধান প্রদীপ সরকার ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রবেশ মুখে মুখ্যমন্ত্রীর অপেক্ষায় ছিলেন। কনভয় থামিয়ে তাঁকে ডেকে নিয়ে মেদিনীপুর জেলা পরিষদে হওয়া বৈঠক বিষয়ে মুখ্যমন্ত্রী খোঁজ নিয়েছেন বলে প্রদীপবাবু জানিয়েছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি দেবব্রত দাস গত ১৮ই মে প্রয়াত হওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। সহ-সভাপতি শেখ সুফিয়ান দায়িত্ব সামলাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের। মঙ্গলবার খড়গপুরে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  “পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে”, তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

বুধবার মেদিনীপুরের নিমতৌড়ি এলাকায় প্রশাসনিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার ১৫ ই সেপ্টেম্বর খড়গপুর শহর সংলগ্ন বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকার খড়গপুর স্টেডিয়ামের মাঠে প্রশাসনিক কর্মসূচির ব্যবস্থা করছে প্রশাসন। স্কিল ট্রেনিং নেওয়া ত্রিশ হাজার ছেলে মেয়েদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। একটা উত্তরবঙ্গে আরেকটা দক্ষিণবঙ্গে অনুষ্ঠানের মাধ্যমে তাদের চাকরি দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। ঘোষিত দক্ষিণবঙ্গের অনুষ্ঠানটি পশ্চিম মেদিনীপুর জেলাতে হতে চলেছে। বৃহস্পতিবার স্কিল ট্রেনিং নেওয়া প্রায় দশ হাজার যুবক যুবতীর হাতে মুখ্যমন্ত্রী নিয়োগপত্র তুলে দিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ