Medinipur Medical College : বিড়ালের দৌরাত্ম্য মেদিনীপুর মেডিকেল কলেজে, ক্ষুব্ধ রোগী ও পরিজনেরা

Medinipur Medical College : বিড়ালের দৌরাত্ম্য মেদিনীপুর মেডিকেল কলেজে, ক্ষুব্ধ রোগী ও পরিজনেরা

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বিড়ালের দৌরাত্ম্যের অভিযোগ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে৷ উঠছে বিভিন্ন ওয়ার্ডে অবাধ বিচরণ, খাবারে মুখ দেওয়া সহ অন্যান্য অভিযোগও। যা নিয়ে ক্ষোভ বাড়ছে রোগী ও তাঁদের পরিজনেদের মধ্যে। বিভিন্ন ওয়ার্ডে বেড়ালের বিচরণের ছবি ধরা পড়েছে GNE Bangla-র ক্যামেরায়।

Medinipur Medical College : বিড়ালের দৌরাত্ম্য মেদিনীপুর মেডিকেল কলেজে, ক্ষুব্ধ রোগী ও পরিজনেরা

পশ্চিম মেদিনীপুর জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসাকেন্দ্র মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল৷ গড়ে ১২০০ থেকে ১২৫০ জন মেডিকেল কলেজের ৯৫০ শয্যার হাসপাতালে সব সময়েই চিকিৎসাধীন থাকেন। রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সুচিকিৎসার আশায় মানুষজন এখানে আসেন। রাজ্যের সেই প্রথম সারির চিকিৎসাকেন্দ্রেই বিড়ালের দৌড়াত্মের অভিযোগ আনা হয়েছে রোগী ও তাদের পরিজনদের তরফে।

আরও পড়ুন:  Medinipur : তরমুজের নীচে চোরাই কাঠ, পিকআপ ভ্যান আটক করে উদ্ধার পুলিশের

আরও পড়ুন:  Medinipur : পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের অনুষ্ঠান কানাশোলে, সিঙ্গুর থেকে ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Medinipur Medical College : বিড়ালের দৌরাত্ম্য মেদিনীপুর মেডিকেল কলেজে, ক্ষুব্ধ রোগী ও পরিজনেরা

অভিযোগ, বিড়াল ও বিড়াল ছানারা অবাধে মেডিসিন, সার্জারী প্রভৃতি গুরুত্বপূর্ণ বিভাগে অবাধে ঘুরে বেড়াচ্ছে। উঠে পড়ছে রোগীদের বিছানায়। এমনকি অনেক সময় রোগীদের খাবারেও মুখ দিচ্ছে বলে অভিযোগ৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে পর্যাপ্ত নজরদারি না রাখারও অভিযোগ আনা হয়েছে। ফলে রোগীদের মধ্যে বিভিন্ন সংক্রমণের আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ