Elephant: ফুটবল ম্যাচে দাঁতালের অনুপ্রবেশ, মাঠে বলের বদলে হাতির দাপট

Elephant: ফুটবল ম্যাচে দাঁতালের অনুপ্রবেশ, মাঠে বলের বদলে হাতির দাপট

কেউ বলছেন ভীড় দেখে বোধহয় তাঁর কৌতূহল হয়েছিল, কারও রসিকতা বোধহয় ফুটবল দেখে লাথানোর বাসনা জেগেছিল। আসল কারন যাই হোক তাঁর উপস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে পিড়াকাটার ভবানীপুর এলাকার একটি জঙ্গল সংলগ্ন মাঠে ফুটবল প্রতিযোগিতা চলাকালীন ম্যাচের বদলে তাঁকে নিয়েই উত্তেজনা ছিল বেশি। কথা হচ্ছে, দলছুট একটি দাঁতালকে নিয়ে।

আরও পড়ুন:  এবিটিএ-এর জেলা সম্মেলন সামনেই, জোরকদমে চলছে প্রচার ও প্রস্তুতি

এই দিন পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার পিড়াকাটার ভবানীপুর এলাকার একটি জঙ্গল সংলগ্ন মাঠে ফুটবল প্রতিযোগিতা চলাকালীন একটি দলছুট দাঁতাল মাঠের মধ্যে ঢুকে পড়ে। মুহূর্তে মাঠে উত্তেজনার সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় খেলা। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড় লাগান, অতি উৎসাহী অনেকে হাতির কাছাকাছি যেতে বা ছবি তুলতে তৎপর হয়ে ওঠেন। কিন্তু প্রতিযোগিতার আয়োজকরা সতর্ক থাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। মাইকে তাঁরা দর্শকদের হাতিকে উত্যক্ত না করার জন্য, হাতির দিকে এগিয়ে না যাওয়ার জন্য সতর্ক করতে থাকেন। ইতিমধ্যে খবর দেওয়া হয় বন দফতরকে। বন দফতরকে কর্মীরা ও স্থানীয়রা হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানোর পর পুনরায় খেলা চালু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ