ঠিকাদারী কাজের বকেয়া পাওনা টাকার দাবিতে সরব গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ঠিকাদাররা

ঠিকাদারী কাজের বকেয়া পাওনা টাকার দাবিতে সরব গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ঠিকাদাররা

পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, সর্ব শিক্ষা মিশন, একশো দিনের কাজের মতো প্রকল্পের বরাত পঞ্চায়েত সমিতি থেকে নিয়ে কাজ করার চার বছর পার হলেও ঠিকাদাররা পাননি নিজের পাওনা টাকা।ব্যাঙ্ক কিংবা বিভিন্ন মহাজনী সংস্থা থেকে ঋণ নিয়ে কাজ করার ফলে দিনের পর দিন বাড়ছে ঋণ প্রদানকারীর টাকার পরিমাণ। তাই বাধ্য হয়ে ব্লকের বিডিও অফিসের সামনে বিক্ষোভ অবস্থানে বসলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ঠিকাদাররা।

আন্দোলনকারী ঠিকাদারদের অভিযোগ, ২০১৭-১৮ অর্থবছর এবং তারপরেও একাধিক কাজ করে ব্লক থেকে নির্দিষ্ট বিলের টাকা পাওয়া যায়নি। ঠিকাদারদের এই বকেয়া টাকার পরিমাণ কারও ৫-১০ লক্ষ তো কারও ২০-২৫ লক্ষ টাকা। আন্দোলনকারী ঠিকাদারদের দাবি, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সমস্ত ঠিকাদারদের মোট পাওনা টাকার পরিমাণ যা দাঁড়ায় তা প্রায় ৫ কোটির কাছাকাছি। এই বিশাল পরিমাণে টাকা বকেয়া থাকায় ঠিকাদাররা দিনের পর দিন পরবর্তী কাজের বরাত পেয়ে অর্থাভাবে ভুগছেন। যে সমস্ত জায়গা থেকে টাকা ঋণ নিয়ে সরকারি প্রকল্পের কাজ করেছেন সেই সমস্ত ঋণ প্রদানকারীর সংস্থা দিনের পর দিন টাকার জন্য তাগাদা করছে ফলে ঠিকাদারদের পারিবারে অশান্তি তৈরি হচ্ছে বলে দাবি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ঠিকাদারদের। তাই সমস্ত বকেয়া টাকা সুদ সহ প্রদানের দাবি করে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসলেন ঠিকাদাররা। আন্দোলনকারী ঠিকাদারদের হুঁশিয়ারি, দ্রুত বকেয়া টাকা না পেলে বিষ খেয়ে কিংবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হবেন। তবে এবিষয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ইঞ্জিনিয়ার তরুণ সাউ বলেন, ঠিকাদারদের বকেয়া টাকার বিষয়ে জেলাকে অনেক আগে থেকে জানানো হয়েছে, রাজ্য থেকে ফান্ড এলে মেটানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ