একশো দিনের প্রকল্পে বৃক্ষরোপণের বোর্ড খুঁজতে বাঁধের স্নান ঘাটে নামলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল

একশো দিনের প্রকল্পে বৃক্ষরোপণের বোর্ড খুঁজতে বাঁধের স্নান ঘাটে নামলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল

এমজিএনআরইজিএ (MGNREGA) প্রকল্পে বৃক্ষরোপণের এর কাজের বোর্ড খুজতে বাঁধের স্নান ঘাটে নামলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের করা একশো দিনের কাজ খতিয়ে দেখে একাধিক বিষয়ে উষ্মা প্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।

জানা গেছে, একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে এসে পৌঁছান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। সেখান থেকে ফিল্ড ইনকোয়ারির জন্য বেরিয়ে পড়েন ব্লকের কেন্দুগাড়ি ৭ নম্বর অঞ্চল। অঞ্চল অফিসে কিছুক্ষণ থাকার পর কেন্দ্রীয় টিমের সদস্যরা বেরিয়ে পড়েন একশো দিনের কাজকর্মে ফিল্ড ভিজিট করতে কেন্দুগাড়ি গ্রাম পঞ্চায়েতের টুরিষ্ট স্পট হিসাবে পরিচিত করকটা বাঁধ এর রাস্তার ধারে একশো দিনের প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি দেখার পর যখন কাজের কংক্রিটের বোর্ড দেখতে যান তখন আর খুঁজে পাননি কেন্দ্রীয় প্রতিনিধিরা। বোর্ড খুঁজে না পেয়ে কেন্দুগাড়ি গ্রাম পঞ্চায়েতের কর্মীরা যানান পাশেই রয়েছে করকটা বাঁধের স্নানের ঘাট। সেখানে হয়তো স্থানীয় মানুষজন স্নানের সুবিধার জন্য কংক্রিটের বোর্ড নিয়ে গিয়ে থাকবেন। কথামতো বাঁধের ঘাট বেয়ে নিচে নামেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।আর সেখানেই খুঁজে পাওয়া যায় একটি এমজিএনআরইজিএ(MGNREGA) প্রকল্পের বৃক্ষরোপণ এর বোর্ড। পরে কেন্দ্রীয় টিমের সদস্যরা কেন্দুগাড়ি গ্রাম পঞ্চায়েতের কয়েকটি আবাস যোজনার বাড়ি ঘুরে দেখেন। কথা বলেন উপভোক্তাদের সঙ্গে। জানার চেষ্টা করেন কাটমানি নেওয়ার বিষয়ে। তবে বাড়ি পাওয়ার জন্য কাউকে টাকা দিতে হয়নি বলে জানান স্থানীয়রা। তবে গ্রাম পঞ্চায়েতের একটি সেচের কাজ দেখে উষ্মা প্রকাশ করেন প্রতিনিধিরা। কারণ যতটা পরিমাণ গভীর করে ক্যানেল কাটা হয়েছে ততটা মাটি নেই ক্যানেল এর পাশে। এর থেকে প্রশ্ন তুলেন পুরোনো কাজকে অল্পসল্প সংস্কার করে দেখানো হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেন।

আরও পড়ুন:  Jhargram: “তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের”, আক্রমণ সুকান্ত মজুমদারের

মোটের উপর গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিজেপি পরিচালিত একটি গ্রাম পঞ্চায়েতে ভিজিট করতে এসে খুব একটা সন্তুষ্ট বলে মনে হলনা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের। তবে প্রতিনিধি দল সংবাদমাধ্যমের সামনাসামনি হয়ে ভিজিট এর বিষয়ে বললেও ভুল ত্রুটির বিষয়ে কোন কমেন্ট করতে চাননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ