জানুয়ারি মাসের ২২ তারিখ পৌরসভা ভোট হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দিন পিছিয়ে আগামী ১২ই ফেব্রুয়ারি পৌরসভা ভোট হবে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নানান দলের প্রার্থীরা জোরকদমে শুরু করেছেন ভোটের প্রচার। আজ বিধাননগর পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী স্বাগতা দেবের সমর্থনে বিজেপি নেতা সজল ঘোষ প্রচার করেছেন।
- Advertisement -
একই সঙ্গে আজ ৮ নম্বর ওয়ার্ডের ভোটের প্রচার করছিলেন সিপিএম প্রার্থী সাথী চক্রবর্তী। এমন সময় রাস্তায় দুই দলের প্রার্থীদের দেখা হয়। ভিন্ন দলের দুই প্রার্থী হাত ধরে আগামী দিনে মানুষকে ভালো পরিসেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
সজল ঘোষ বলেন, ‘তৃণমূলের হয়ে যেই প্রার্থীরা দাঁড়িয়েছেন তাদের মানুষ একেবারেই সহ্য করতে পারে না। তারা সমাজবিরোধী। তাই আমরা চাই ভোট হোক। সৎ উপায়ে হোক। এলাকাবাসীদের এক হয়ে গণতন্ত্র বাঁচানোর জন্য ছাপ্পা ভোট আটকাতে হবে। নন্দীগ্রামে ছাপ্পা ভোট হয়নি। তার প্রমাণ আপনারা পেয়েছেন। আগামী দিনেও পাবেন। সিসি না হলেও মিউটেশন হয়ে যাবে। বাড়ির সার্টিফিকেট হলোনা ভাগাভাগি হয়ে যাবে। এইগুলো হল পয়সা কামানোর নতুন পদ্ধতি। দেবাংশু প্রমাণ করতে চাইছে সে মমতা অনুগামী। অভিষেক অনুগামী নয়। বর্তমানে লড়াইটা ব্যানার্জি পরিবারে লেগেছে’।
- Advertisement -
সিপিএম প্রার্থী সাথী চক্রবর্তী বলেন, ‘এই কয়েক বছরে সাধারণ মানুষের নানান অভিযোগ তৈরি হয়েছে। এলাকার সাধারণ মানুষদের একটা সামান্য সইয়ের জন্য দীর্ঘদিন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এখানে বৃষ্টি হলেই প্রত্যেকের বাড়িতে জল জমে যায়। রাস্তাঘাটের অবস্থা ভালো না। আমি এই সকল সমস্যার সমাধান করতে চাই। আমি মুখে বলার চেয়ে কাজে করে দেখানোয় বিশ্বাসী। আগামী দিনে তা করে দেখাবো। আজ বিজেপি প্রার্থীর সঙ্গে আমি মিলে শপথ নিলাম, আমরা একজোট সন্ত্রাস রুখব। আমরা দুজনেই পাড়ার মেয়ে। যদি আমি জিতি কিংবা স্বাগতা জেতে আমাদের কাজ একই থাকবে। মানুষের সেবা করা। সুতরাং আপনারা আমাদের ভোট দিন। আমরা এক ইঞ্চি জায়গা ছাড়বো না। লড়াই চালিয়ে যাব’।