Jyotipriyo : “আমাকে বাঁচতে দিন!” জ্যোতিপ্রিয়ের আর্তি বিচারকের কাছে

Jyotipriyo : "আমাকে বাঁচতে দিন!" জ্যোতিপ্রিয়ের আর্তি বিচারকের কাছে

“আমাকে বাঁচতে দিন!” বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির হয়ে বিচারকের কাছে সেই আর্তি জানালেন রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিজের শারীরিক অসুস্থতার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তাঁকে প্রয়োজনে সেলে চলে যাওয়ার পরামর্শ দেন বিচারপতি। যদিও জ্যোতিপ্রিয় জামিনের আবেদন করেন নি।

বৃহস্পতিবার অসুস্থতার কারণে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “আমি আইনজীবী। হাইকোর্ট ও ব্যাঙ্কশাল কোর্টের সদস্য। পায়ের সমস্যা হচ্ছে। ৩৫০-এর বেশি সুগার। হাত-পা কাজ করছে না। স্যর আমাকে বাঁচতে দিন।’’ বিচারক বলেন, ‘‘আপনি নিজেকে যখন আইনজীবী হিসেবে দাবি করছেন, তখন নিশ্চয়ই জেল এবং কোর্টের এক্তিয়ার সম্পর্কে অবগত রয়েছেন ধরে নেওয়া যায়। এক জন আইনজীবী হলে আপনার বুঝে যাওয়া উচিত।’’ বিচারপতির পরামর্শ, ‘‘আপনার অসুবিধা হলে সেলে চলে যেতে পারেন।’’

আরও পড়ুন:  বাংলায় এগিয়ে কারা? রহস্য লুকিয়ে ১৬ আসনে

গত ২৬ অক্টোবর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের দু’টি বাড়িতে হানা দেয় ইডি। প্রায় ২০ ঘন্টা ধরে চলে তল্লাশি ও জেরা৷ তারপর রেশন বন্টন দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে ইডি। আদালতে পেশ করা হলে তাঁর অসুস্থতার কারণে হাসপাতালে পাঠানো হয়৷ পরে ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। এখন জেল হেফাজতে রয়েছেন মন্ত্রী।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ