Durga Puja: কাঁথির পুজোয় হোমাগ্নি জ্বলে আতস কাচে সূর্যের আলো ফেলে

Durga Puja: কাঁথির পুজোয় হোমাগ্নি জ্বলে আতস কাচে সূর্যের আলো ফেলে

কাঁথির কিশোরনগর গড়ের জমিদার রায় বাড়ির প্রায় তিনশো বছরের পুরাতন পুজো আজও বহন করে চলেছে নিজের ঐতিহ্য। এখানে দেবীর ঘট বসে পশ্চিম মুখী। শুধু তাই নয়, পুজোর হোমাগ্নি জ্বালানো হয় আতস কাচে সূর্যের আলো ফেলে।

রাজা যাদবরাম রায় এই পুজোর শুরু করেন। কথিত আছে, দুর্গাপঞ্চমীর গভীর রাতে দেবী স্বয়ং ষোড়শী বেশে নরোত্তম বর নামে এক মাঝির নৌকায় উঠে খাল পাড় করে দেওয়ার অনুরোধ করেন। পাড়ানি হিসেবে মাঝিকে পুঁথি দান করে কিশোরনগর গড়ে গিয়ে দুর্গামন্দিরে চণ্ডীমঙ্গল গাইতে নির্দেশ দেন। কিন্তু মাঝিকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি। তখন তিনি পশ্চিম মুখে বসেই গান গাইতে থাকেন। কথিত আছে তখনই প্রতিষ্ঠিত ঘট পশ্চিম দিকে ঘুরে যায়। রায় বাড়ির সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারেন। এরপর থেকেই পশ্চিম মুখো ঘটেই চলে আসছে পূজা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ