Durga Puja 2022: কাটোয়ার শ্রীখণ্ড গ্রামে ‘কাঁথেশ্বরী’ দেবী, ৮০০ বছর ধরে হচ্ছে পূজা

Durga Puja 2022: কাটোয়ার শ্রীখণ্ড গ্রামে ‘কাঁথেশ্বরী’ দেবী, ৮০০ বছর ধরে হচ্ছে পূজা

 

কাটোয়ার শ্রীখণ্ড গ্রামে দেবী দুর্গা পুজো পান ‘কাঁথেশ্বরী’ রূপে। শ্রীখণ্ড গ্রামের মজুমদার পরিবারের প্রায় ৮০০ বছরের প্রাচীন এই পুজোর নামকরণে রয়েছে জনশ্রুতি।

জানা যায়, মজুমদার পরিবারের পূর্বপুরুষ ছিলেন নরনাথ দাশশর্মা। তিনি পুজোর প্রথম প্রচলন করেন। এরপর তার পরের পঞ্চম প্রজন্ম দুর্জয় দাশশর্মা মাটির মন্দিরে দেবীর অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। সেই সময়ে এলাকায় অরাজকতা সৃষ্টি হয়৷ কথিত আছে, মন্দির লুঠ করতে আসে ডাকাতরা। কিন্তু মূর্তি গায়েব ছিল মন্দির থেকে৷ সকলেই ভেবেছিল, মূর্তি চুরি গিয়েছে৷ কিন্তু পরিবারের সদস্য স্বপ্নাদেশ পান দেবী রয়েছেন মাটির দেওয়ালের ভিতরে৷ এরপর দেওয়াল ভেঙে বের করা হয় দেবীমূর্তি৷ দেবী দুর্গার নামকরণ হয় ‘কাঁথেশ্বরী’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ