Goaltore : গোয়ালতোড় আনন্দমার্গ স্কুলের গল্প বলার প্রতিযোগিতা জমজমাট

Goaltore : গোয়ালতোড় আনন্দমার্গ স্কুলের গল্প বলার প্রতিযোগিতা জমজমাট

রাওয়া পশ্চিম মেদিনীপুর ভূক্তি কমিটি পরিচালিত গল্প-বলার প্রতিযোগিতা চলছে আনন্দমার্গ স্কুলে। আজ সোমবার এমনই এক উদ্যোগের শরিক হল গোয়ালতোড় আনন্দমার্গ স্কুলের তৃতীয় শ্রেণীর ও চতুর্থ শ্রেণীর এর ছাত্র-ছাত্রীরা।

এদিন গোয়ালতোড় আনন্দমার্গ স্কুলে বেলা ১২ টায় গল্প-বলার প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগির মোট সংখ্যা ছিল ৪০ জন। তৃতীয় শ্রেণীর ও চতুর্থ শ্রেণীর সব ছাত্র-ছাত্রীরা ও স্কুলের সকল শিক্ষক এই প্রতিযোগিতায় উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।

এই গল্প-বলার প্রতিযোগিতায় একটি গল্পকে ছাত্রছাত্রীরা কে কেমন করে বলতে পারে তা নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গল্পটির নাম ছিল “জানতি পার না” এই গল্পের বিষয়বস্তু ছিল এক হাতুড়ে ডাক্তার ও রোগীর শরীরে বেশ কয়েকটি রোগ নিয়ে কথোপকথন। স্কুল সূত্রে খবর, গল্পটি ছিল বেশ মজার। গল্পটি ছাত্র-ছাত্রীরা বলে যতটা মজা পেয়েছে তার চেয়ে বেশি শুনে আনন্দিত হয়েছেন স্কুলের শিক্ষকরা ও প্রতিযোগিতায় উপস্থিত বিশিষ্টজনেরা।

আরও পড়ুন:  এবিটিএ-এর জেলা সম্মেলন সামনেই, জোরকদমে চলছে প্রচার ও প্রস্তুতি

এই প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কল্পনা গিরি , ইলা পাত্র ও রাওয়া সম্পাদক বিশ্বদেব মুখোপাধ্যায়। প্রতিযোগিতার সেরা তিনজনকে বেছে নিলেন বিচারকগণ। প্রথম হয়েছেন আবীর আচার্য্য, দ্বিতীয় হয়েছেন প্রীতমা নন্দী,তৃতীয় হয়েছে প্রত্যুষা রায়, এরা সবাই চতুর্থ শ্রেণীতে পড়ে। তাদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকেই শংসাপত্র দেওয়া হয়। এই গল্প-বলার প্রতিযোগিতা সম্পর্কে গোয়ালতোড় আনন্দমার্গ স্কুলের প্রধান শিক্ষক সনাতন মাহাত বলেন, আজকের প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা অত্যন্ত শৃঙ্খলার সাথে প্রতিযোগিতা উপভোগ করেছে। সার্বিক বিচারে অনুষ্ঠান খুবই সাফল্য মণ্ডিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ