“কুড়মীরা সম্প্রদায়ের মানুষেরা একসময় ক্ষত্রিয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল অতএব তারা এসটি ক্যাটাগরির অন্তর্গত নয়”- দাবি জানিয়ে জেলা শাসকের কাছে আদিবাসী কল্যাণ সমিতি

"কুড়মীরা সম্প্রদায়ের মানুষেরা একসময় ক্ষত্রিয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল অতএব তারা এসটি ক্যাটাগরির অন্তর্গত নয়"- দাবি জানিয়ে জেলা শাসকের কাছে আদিবাসী কল্যাণ সমিতি

ফের জেলায় জেলায় শুরু হল এসটি শ্রেণীতে অন্তর্ভুক্ত হওয়ার আন্দোলন। আজ দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের কাছে বেশ কয়েক দফার দাবি নিয়ে সামিল হন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি দক্ষিণ দিনাজপুর জেলার সংগঠনের কর্মীরা। তবে এবারে কুর্মি সম্প্রদায়ের আন্দোলন ও তাদের দাবি নিয়ে সরব হয়েছেন খোদ আদিবাসী সংগঠন।

আন্দোলন কারীদের সূত্রে জানা গেছে , চলতি বছরে মাস খানেক আগেও কুর্মি বা কুড়মী সম্প্রদায়ের মানুষরা তাদের এস,টি শ্রেণীতে অন্তর্ভুক্ত হবার জন্য রাজ্যরেল ও পথ অবরোধ করেছিল। এছাড়াও এবিষয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি পত্রও জমা দিয়েছিলেন।

এরই পরিপ্রেক্ষিতে আজ আদিবাসী সংগঠনের তরফে দাবি জানানো হয় তাদের দাবি সরকার যাতে না মেনে নেয়। সেই কারণে আজ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হয় দক্ষিণ দিনজপুর জেলা শাসকের কাছে।

তারা আরও জানিয়েছেন ,কুর্মি সম্প্রদায়ের মানুষেরা একসময় ক্ষত্রিয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল অতএব তারা এসটি ক্যাটাগরির অন্তর্গত নয় তাদের এই দাবি যাতে না মানা হয় তার জন্যই সচ্চোর হয়েছেন আদিবাসী সংগঠন।

এপ্রসঙ্গে আদিবাসী কল্যাণ সমিতির চেয়ারপার্সন সিদন বর্মন জানিয়েছেন , আজ ১৭টি জেলায় একই সময়ে সমস্ত কুর্মি সম্প্রদায়ের মানুষদের দাবির বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করলেন। মূলত এক দফা দাবিকে কেন্দ্র করে আজ এই ডেপুটেশন প্রদান করা হয়েছে। কিছু অসাধু সরকারি আধিকারিক দ্বারা ব্রাহ্মণ ও ক্ষত্রিয় সমাজের বেশ কিছু লোক আদিবাসী এস টি সার্টিফিকেট বের করে নিয়েছে। এই কাজ যাতে না হয় সেই কারণে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে দাবি পত্র জমা দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ