করম পরবে সাধারণ ছুটির দাবি, ৩ সেপ্টেম্বর জঙ্গলমহল বনধের ডাক কুড়মি সংগঠনগুলির

করম পরবে সাধারণ ছুটির দাবি, ৩ সেপ্টেম্বর জঙ্গলমহল বনধের ডাক কুড়মি সংগঠনগুলির

করম পরবে সাধারণ ছুটির দাবি জানিয়ে জঙ্গলমহল বনধের ডাক দিল কুড়মি সম্প্রদায়। তাদের দীর্ঘদিনের দাবি করম পরবের দিন যেন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কিন্তু বিগত কয়েক বছরের মতোই এবছরেও রাজ্য সরকার সেকসেনাল ছুটি ঘোষণা করেছে।

রাজ্য সরকারের ঘোষিত সেকসেনাল ছুটির বিরোধীতা করে বিগত বছর ‘ডহরে করম’ উদযাপন করে আদিবাসী কুড়মি সমাজ। তাদের বিশ্বাস ছিল এই বছর হয়তো সাধারণ ছুটি মিলতে চলেছে করম পরবে। কিন্তু রাজ্য সরকারের বিজ্ঞপ্তি প্রকাশ হলে দেখা যায়, বিগত বছরগুলির মতোই এবছরেও সেকসেনাল ছুটির মঞ্জুর করেছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই ক্ষোভে ফেটে পড়ে জঙ্গলমহলের একক বৃহত্তম জনগোষ্ঠী কুড়মি সম্প্রদায়। এবার তারা সাধারণ ছুটির দাবিতে জঙ্গলমহলের চার জেলায় বনধের দিল। আগামী ৩ রা সেপ্টেম্বর জঙ্গলমহল বনধ পালন করবে কুড়মি সংগঠনগুলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ