Jangalmahal: কুড়মিদের ডাকে জঙ্গলমহলে অবরোধ, করম পরবে পূর্ণ ছুটির দাবি

Jangalmahal: কুড়মিদের ডাকে জঙ্গলমহলে অবরোধ, করম পরবে পূর্ণ ছুটির দাবি

প্রাগৈতিহাসিক কৃষি সভ্যতার ঐতিহ্য সমৃদ্ধ করম পরব উপলক্ষে সাধারণ ছুটির দাবিতে জঙ্গলমহল (Jangalmahal) জুড়ে চলছে কুড়মিদের অবরোধ। শালবনীর NH 60 তেও চলছে অবরোধ।

করম পরবে সাধারণ ছুটির দাবি জানিয়ে জঙ্গলমহল বনধের ডাক দিয়েছিল কুড়মি সম্প্রদায়। তাদের দীর্ঘদিনের দাবি করম পরবের দিন যেন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কিন্তু বিগত কয়েক বছরের মতোই এবছরেও রাজ্য সরকার সেকসেনাল ছুটি ঘোষণা করেছে। রাজ্য সরকারের ঘোষিত সেকসেনাল ছুটির বিরোধীতা করে বিগত বছর ‘ডহরে করম’ উদযাপন করে আদিবাসী কুড়মি সমাজ। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি প্রকাশ হলে দেখা যায়, বিগত বছরগুলির মতোই এবছরেও সেকসেনাল ছুটির মঞ্জুর করেছে রাজ্য সরকার। তারা সাধারণ ছুটির দাবিতে জঙ্গলমহলের চার জেলায় বনধের ডাক দেন। শনিবার সমস্ত জঙ্গলমহলের জেলাগুলিতে কুড়মি সংগঠনগুলির তরফে তা পালিত হচ্ছে।

আরও পড়ুন:  Medinipur: রেলের নকল সফটওয়্যার ব্যবহার করে টিকিট কাটার অভিযোগ, ট্যুর ট্রাভেলসের অফিসে তল্লাশি আরপিএফ-এর

 

আরও পড়ুন:  Elephant Attack: হরিয়াতাড়ায় হাতির হানা, ভাঙলো মাটির বাড়ি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ