৬ তারিখ থেকে ফের চালু হবে হাওড়া-ঘাটশিলা মেমু, ঝাড়গ্রামবাসীর দীর্ঘদিনের দাবিতে মান্যতা

৬ তারিখ থেকে ফের চালু হবে হাওড়া-ঘাটশিলা মেমু, ঝাড়গ্রামবাসীর দীর্ঘদিনের দাবিতে মান্যতা

ঝাড়গ্রামবাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে পুনরায় চালু হচ্ছে আপ ও ডাউন হাওড়া-ঘাটশিলা মেমু এক্সপ্রেস। নির্ধারিত ট্রেন চালু হচ্ছে আগামী ৬ মার্চ থেকে। সেই মর্মে দক্ষিণ-পূর্ব রেলের চিফ প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন ম্যানেজারের তরফে মেমোরেন্ডাম পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফটরগুলিকে।

আরও পড়ুন:  শ্রীরামকৃষ্ণ সারদাপিঠ গার্লস স্কুলে মুখ্যমন্ত্রী, সময় কাটালেন পড়ুয়াদের সঙ্গে

চালু হতে চলা ট্রেনের সময় সূচী অনুযায়ী, শনিবার ছাড়া সবদিন চলবে আপ ও ডাউন ট্রেন। ১৮০৩৩ হাওড়া-ঘাটশিলা মেমু এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে সকাল ১০:০৫ এ এবং ঘাটশিলা পৌঁছাবে দুপুর ১৩:৫৫ তে। ১৮০৩৪ ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস ঘাটশিলা থেকে ছাড়বে দুপুর ১৪:১০ মিনিটে এবং হাওড়া পৌঁছাবে সন্ধ্যা ১৮:১০ মিনিটে। মাঝে ট্রেন দুটি দাঁড়াবে সাঁতরাগাছি, আন্দুল, বাউরিয়া, উলুবেরিয়া, বাগনান, মেছেদা, পাঁশকুড়া, বালিচক, খড়গপুর, কলাইকুন্দা, খেমাসুলি, সারদিহা, বাঁশতোলা, ঝাড়গ্রাম, খাতকুরা, গিধনী, কানিমাহুলি, চাকুলিয়া, কোকপাড়া, ডালভূমগড়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ