HS Result : নবম দাসপুরের তুহিন, পাশের হারে সেরা পূর্ব মেদিনীপুর, মেধাতালিকায় উজ্জ্বল হুগলি

HS Result : নবম দাসপুরের তুহিন, পাশের হারে সেরা পূর্ব মেদিনীপুর, মেধাতালিকায় উজ্জ্বল হুগলি

বুধবার প্রকাশিত হল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে ফলাফল ঘোষণা করেন। এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কোভিড অতিমারির কারণে মাধ্যমিক দিতে পারেনি। সেই হিসেবে উচ্চ মাধ্যমিক ছিল তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। পাশের হারে সেরা পূর্ব মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের দাসপুর বিবেকানন্দ হাইস্কুলের তুহিন রঞ্জন অধিকারী মেধাতালিকায় নবম।

আরও পড়ুন:  Medinipur Yoga : যোগ উদযাপন চন্দ্রকোনারোডে, উদ্যোগে সিআরপিএফ মহিলা ব্যাটেলিয়ন

এই বছর উচ্চ মাধ্যমিকের পাশের হার ৮৯.২৫ শতাংশ। পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন এবং পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ এবং ছাত্রীদের ৮৭.২৬ শতাংশ। পাশের হারে সেরা পূর্ব মেদিনীপুর। এই জেলার পাশের হার ৯৫.৭৫ %। মেধাতালিকায় সেরা হুগলি জেলা। মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ৮৭ জন। হুগলির ১৮ জন পরীক্ষার্থী মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন:  Medinipur : কলাইকুণ্ডা থেকে বিমান উড়বে যাত্রী নিয়ে, ছাড়পত্র বায়ুসেনা ও কেন্দ্রের

উচ্চ মাধ্যমিকে ৪৯৬ নম্বর তথা ৯৯.২% নম্বর পেয়ে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সর্দার। ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সানা। তৃতীয় স্থানে রয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস। তাদের প্রাপ্ত ৪৯৪। পশ্চিম মেদিনীপুরের দাসপুর বিবেকানন্দ হাইস্কুলের তুহিন রঞ্জন অধিকারী ৪৮৮ নম্বর পেয়ে নবম হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ