Kharagpur : মালঞ্চ এলাকার বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল ও বায়ুসেনার ৭টি ইঞ্জিন

Kharagpur : মালঞ্চ এলাকার বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল ও বায়ুসেনার ৭টি ইঞ্জিন

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
সোমবার সকাল ৯টা নাগাদ বিধ্বংসী আগুন লাগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের মালঞ্চ এলাকার একটি বিস্কুট কারখানায়। দমকলের ৬টি ও বায়ুসেনার ১টি ইঞ্জিন তৎপর আগুন নেভানোর কাজে। হতাহতের কোনও খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালঞ্চ এলাকায় একটি বিস্কুট কারখানা থেকে সোমবার সকালে গলগল করে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। কারখানার শ্রমিকদের বক্তব্য, কারখানার চিমনি থেকে আগুনের ফুলকি বের হচ্ছিল। চিমনির পাশে প্লাস্টিকের বস্তা, ড্রাম প্রভৃতি থাকায় আগুন দাউদাউ করে জ্বলে ওঠে এবং ছড়িয়ে পড়ে। সমস্ত শ্রমিক দ্রুত বের হয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেও ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। তখন প্রশাসনের তরফে বায়ুসেনাকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে বায়ুসেনার একটি ইঞ্জিনও ঘটনাস্থলে এসেছে।

আরও পড়ুন:  Medinipur to Kharagpur : মেদিনীপুর থেকে খড়গপুর, বিকল্প পথের হদিস

খড়গপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ জানিয়েছেন, দমকল ও বায়ুসেনাকে দ্রুত খবর দেওয়া হয়েছে। মোট ৭টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। প্রয়োজনে পাশের জলাশয় থেকেও জল নেওয়া হবে। ঘটনায় কোন হতাহতের খবর নেই।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ