Elephant : হাতির তাণ্ডবে দিশেহারা, ঝাড়গ্রামের সাঁকরাইলে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

Elephant : হাতির তাণ্ডবে দিশেহারা, ঝাড়গ্রামের সাঁকরাইলে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের জঙ্গল-নিকটস্থ বসতিগুলিতে গ্রামবাসীদের রেহাই মিলছে না হাতির তান্ডব থেকে। প্রায় প্রতিমাসেই ঘটছে মৃত্যুর ঘটনা। মাটির ঘর বাড়ি, চাষের জমি, বাগান তছনছ হচ্ছে গজরাজের আক্রমণে৷ অভিযোগ, হাতির আক্রমণ রোধে ব্যবস্থা তো দূরের বিষয়, সঠিক ক্ষতিপূরণও মিলছে না বন দফতরের তরফে৷ এই পরিস্থিতিতে রবিবার ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের সিদাকুড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা।

গতকাল রাতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সিদাকুড়া, কেন্দুডাংরি এলাকায় তাণ্ডব চালায় ৬০-৭০ টি হাতির দল। তছনছ হয়ে যায় চাষের জমি। বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনে ও সঠিক ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবরোধের জেরে কেশিয়াপাতা-গজাশিমূল সড়কে যানজট সৃষ্টি হয়। পরে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ