Birendra Setu : সোমবার সকালেই খুলে যাচ্ছে বীরেন্দ্র সেতু, নির্ধারিত সময়ের আগেই লোড টেস্টিং শেষের ইঙ্গিত

Birendra Setu : সোমবার সকালেই খুলে যাচ্ছে বীরেন্দ্র সেতু, নির্ধারিত সময়ের আগেই লোড টেস্টিং শেষের ইঙ্গিত

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

নির্ধারিত সময়ের আগেই খুলে যেতে পারে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর মোহনপুর তথা বীরেন্দ্র শাসমল সেতু, তেমনই ইঙ্গিত মিলেছে জেলা প্রশাসন সূত্রে৷ সব কিছু ঠিল থাকলে সোমবার সকাল ৯ টা থেকে যান চলাচল শুরু হতে পারে বীরেন্দ্র সেতুতে।

পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীর উপর খড়গপুর ও মেদিনীপুরের সংযোগকারী দেশপ্রাণ বীরেন্দ্র সেতুতে সংস্কারের পর লোড টেস্ট জনিত কাজের জন্য অ্যাম্বুলেন্স ব্যতীত সমস্ত যানবাহন ও পথচারীদের চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ১৭ আগস্ট রাত ১১টা থেকে ২১ আগস্ট রাত ১১টা পর্যন্ত সমস্ত রকম যানবাহন ও পথচারীদের চলাচল নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে। পরে জেলা পুলিশ সুপার ও জেলাশাসক যৌথ সাংবাদিক বৈঠক করে অ্যাম্বুলেন্স চলাচলে ছাড় দেন।

আরও পড়ুন:  Medinipur : মাঠ ঘিরতে গিয়ে খোদ পৌরপ্রধান ঘেরাও! রাস্তা অবরোধ ছাত্রছাত্রী ও স্থানীয়দের

সেই মতো গত বৃহস্পতিবার রাত থেকে বন্ধ রয়েছে বীরেন্দ্র সেতু। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে চলছে সেতুর লোড টেস্টিংয়ের কাজ। সোমবার রাত ১১ থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসন সূত্রে নির্ধারিত সময়ের আগেই সেতু চলাচলের জন্য খুলে দেওয়ার ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, সোমবার সকাল ৮ টার মধ্যে লোড টেস্টিংয়ের কাজ সমাধা হওয়ার সম্ভাবনা। তাই সব ঠিক থাকলে এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের অনুমতি মিললে সোমবার সকাল ৯টা থেকেই সেতুতে যান চলাচল শুরু হবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ