Durga Puja: ঝাড়গ্রামের চিচিড়া রাজবাড়ি, বারোয়ারি হয়ে পুজো এখন সম্প্রীতির মেলবন্ধন

Durga Puja: ঝাড়গ্রামের চিচিড়া রাজবাড়ি, বারোয়ারি হয়ে পুজো এখন সম্প্রীতির মেলবন্ধন

ঝাড়গ্রামের জামবনি ব্লকের চিচিড়ায় রাজবাড়ির পুজো। একশো আটত্রিশ বছর অতিক্রান্ত হয়ে আজ তা সমগ্র গ্রামের বারোয়ারি পুজোয় পরিবর্তিত হয়ে দিচ্ছে সম্প্রীতির বার্তা।

শোনা যায় স্থানীয় জমিদার কালিকাপ্রসাদ প্রামাণিক সোনার দেবী মূর্তিতে একশো আটত্রিশ বছর এই দুর্গা পুজোর প্রচলন করেন। কিন্তু কালের নিয়মে আর্থিক প্রতিপত্তি কমে জমিদার বাড়ির, চুরি যায় সোনার মূর্তি৷ আটষট্টি বছর আগে পুজোকে ঐতিহ্য জিইয়ে রাখতে এগিয়ে আসেন গ্রামবাসীরা। জমিদার বাড়ির ঠাকুরদালানেই সার্বজনীন ভাবে এরপর থেকে হয়ে আসছে পুজো। এখন গ্রামবাসীরাই মিলিত ভাবে সর্বধর্ম নির্বিশেষে পুজোর মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন সম্প্রীতির বার্তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ