Kharagpur: ২৫১ কেজির লাড্ডু দিয়ে গণেশ আরাধনা, অভিনব উদ্যোগ সাইন স্টার ক্লাবের

Kharagpur: ২৫১ কেজির লাড্ডু দিয়ে গণেশ আরাধনা, অভিনব উদ্যোগ সাইন স্টার ক্লাবের

বুধবার গণেশ চতুর্থীতে(Ganesh chaturthi) অভিনব ঘটনার সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে(Kharagpur)। ২৫১ কেজির লাড্ডু(251KG laddu) দিয়ে গণেশের আরাধনা করলেন খড়গপুরের খড়িদা অঞ্চলের সাইন স্টার ক্লাবের সদস্যরা।

সারা দেশে বুধবার ধুমধাম করে পালিত হল গণেশ চতুর্থী। এরাজ্যেও তার ব্যতিক্রম হয়নি। এবার ১২ তম বছরের পুজো উদযাপন করলেন খড়গপুরের খড়িদা অঞ্চলের সাইন স্টার ক্লাবের সদস্যরা। কিন্তু সেই আরাধনায় অভিনবত্বর ছোঁয়া দিলেন তাঁরা। গণেশ ঠাকুর মাত্রেই বিভিন্ন লোককথায় তাঁর পেটুক স্বভাব ও লাড্ডু প্রিয়তার বিষয়টি এসেছে। অনেক ক্ষেত্রেই পুজোয় প্রধান মিষ্টান্ন হয় লাড্ডু। আর রসণাকে কেন্দ্র করেই অভিনবত্ব আনলেন খড়িদা অঞ্চলের সাইন স্টার ক্লাবের সদস্যরা। ২৫১ কেজি আয়োজনে লাড্ডু উৎসর্গ করা হল গণপতিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ