Shrikanta Mahato: জুন মালিয়ার কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ মমতার, ভাইরাল বিতর্কিত মন্তব্যের জের

Shrikanta Mahato: জুন মালিয়ার কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ মমতার, ভাইরাল বিতর্কিত মন্তব্যের জের

সম্প্রতি শালবনীর বিধায়ক তথা রাজ্যর ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর(Shrikanta Mahata) বিস্ফোরক মন্তব্য সম্বলিত ভিডিও ভাইরাল হয়। যদিও ভিডিও-র সত্যতা GNE Bangla-র তরফে যাচাই করা হয়নি। ভিডিওতে তৃণমূল বিধায়ক উমা সরেন, সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরত, নেপাল সিংহ, সন্দীপ সিংহ এবং উত্তরা সিংহদের নাম উল্লেখ করে বলেন এনার লুটেপুটে খাচ্ছেন। এই মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিঃশর্তে জুন মালিয়ার(June Malia) কাছে ক্ষমা চাওয়ার(apologize) নির্দেশ দিলেন শ্রীকান্ত মাহাতোকে।

আরও পড়ুন:  Jhargram: ‘বিজেপি-র নেতা গ্রেপ্তার নয় কেন’, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিওটিতে তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোকে বলতে শোনা গিয়েছে, “উমা সরেন, সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরত, নেপাল সিংহ, সন্দীপ সিংহ এবং উত্তরা সিংহেরা লুটেপুটে খাচ্ছে! দল এদের সম্পদ মনে করছে।” তিনি আরও বলেছেন, “এদের সম্পদ মনে করলে দল করা সম্ভব নয়।” এরপরেই দলের জেলা নেতৃত্ব বিধায়ককে কৈফিয়ৎ তলব করে। মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন শ্রীকান্ত।

আরও পড়ুন:  Jhargram: ‘বীরসার জন্মদিবসে ছুটি’, ছ’টি মূর্তি উন্মোচন ও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এবার খোদ মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন ক্ষমা চাওয়ার। সূত্রের খবর, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীকান্তকে বলেছেন, ‘জুন আপনার থেকে বয়সে ছোট, সেটা জানি। কিন্তু তাতে কী! এমনভাবে ক্ষমা চাইবেন যেন জুন আমাকে ফোন করে বলেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ