Medinipur Carnival: পুজো কার্নিভালে সাজছে মেদিনীপুর ও খড়গপুর, শেষ মূহুর্তের প্রস্তুতি তুঙ্গে

Medinipur Carnival: পুজো কার্নিভালে সাজছে মেদিনীপুর ও খড়গপুর, শেষ মূহুর্তের প্রস্তুতি তুঙ্গে

পুজো কার্নিভালের(Carnival) শেষ মূহুর্তের প্রস্তুতি তুঙ্গে জেলাশহর মেদিনীপুর(Medinipur) ও রেলশহর খড়গপুরে। দ্বাদশীর দিন ৭ ই অক্টোবর বিসর্জনের শোভাযাত্রার পরিবর্তে এই বছর পূজা কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে৷ শুক্রবার সন্ধ্যা ছ’টা নাগাদ মেদিনীপুর ও খড়গপুর শহরের দুর্গাপুজো কার্নিভাল শুরু হবে৷

মেদিনীপুর শহরের বটতলাচক থেকে গোলকুঁয়ারচক পর্যন্ত হবে কার্নিভাল। উপস্থিত থাকবেন জেলাশাসক আয়েশা রানী, পুলিশ সুপার দীনেশ কুমার সহ মন্ত্রী ও বিধায়করা৷ মেদিনীপুর শহরের রাজাবাজার, বিবিগঞ্জ, অশোক নগর, রাঙামাটি, রবীন্দ্রনগর, সমাজবাড়ি প্রভৃতি মোট ২০টি পুজো অংশগ্রহণ করবে৷ যদিও বেশ কয়েকটি পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করছে না বলে খবর।

আরও পড়ুন:  জয়নারায়নপুরে দাবিপূরণ! ভেন্টেড কজওয়ে নির্মাণের শিলান্যাস করলেন জুন মালিয়া 

রেলশহর খড়গপুরে অভিযাত্রী, তালবাগিচা সবুজ সংঘ, তালবাগিচা নেতাজি ব্যায়ামাগার, প্রেমবাজার, আদি পুজা কমিটি প্রভৃতি মোট ১১টি পুজো কমিটি কার্নিভালে অংশ নিতে পারে৷ পৌরসভার সামনে থেকে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত কার্নিভাল হবে৷ ৬টি এলইডি টিভি লাগানো হচ্ছে পৌরসভার সামনের রাস্তায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ