Kharagpur: স্কুলের নির্বাচন হেরে ব্যালট পেপার লুটের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

স্কুলের নির্বাচনে পরাজয়ের পর নির্বাচনের ব্যালট পেপার লুটের অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে খড়গপুরের তেলেগু বিদ্যাপীঠমে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশে অভিযোগ দায়ের করেছেন স্কুলের প্রধান শিক্ষক৷

জানা গিয়েছে, খড়গপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের মালঞ্চ রোডের ধারে তেলেগু বিদ্যাপীঠমে মঙ্গলবার পিআইই প্রতিনিধি নির্বাচন ছিল। প্রার্থী ছিলেন প্রাক্তন শিক্ষক এম. কালি দাস এবং ১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বান্টা মুরলীধর রাও। ভোটার ছিলেন ১২ জন। শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবক প্রতিনিধি এবং প্রধান শিক্ষক। এদের মধ্যে নিয়ম অনু্যায়ী শুধু মাত্র নির্বাচন অমীমাংসিত হলে খোলা হবে বলে প্রধান শিক্ষকের ব্যালটটি গোপন খামে ছিল। বাকি ব্যালটগুলি ব্যালট বক্সে জমা পড়ে৷ গণনায় ৭-৪ ভোটে পরাজিত হন তৃণমূল কাউন্সিলর বান্টা মুরলীধর রাও।

আরও পড়ুন:  Medinipur: দু’দশক আগের কংগ্রেস কর্মী খুনের ঘটনায় সিপিএম নেতার যাবজ্জীবন

অভিযোগ, ফলাফল ঘোষিত হতেই তৃণমূলের শহর সভাপতি সূর্যপ্রকাশ রাও ও কাউন্সিলর বান্টা মুরলীধর রাও-এর উপস্থিতিতে কাউন্সিলরের অনুগামীরা ফলাফল অস্বীকার করে বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং ব্যালট পেপার লুট করা হয়। প্রধান শিক্ষকের অভিযোগ, তাঁকে নির্বাচন বাতিল ঘোষনা করে নোটিস দিতে বাধ্য করা হয়। ইতিমধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে রামচন্দ্র মূর্তি টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ