Medinipur: দু’দশক আগের কংগ্রেস কর্মী খুনের ঘটনায় সিপিএম নেতার যাবজ্জীবন

দু’দশক আগে গুলি করে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় এক সিপিআইএম নেতার যাবজ্জীবন কারাদণ্ডর আদেশ দিল মেদিনীপুর আদালত। এছাড়াও অস্ত্র আইনে তিন বছরের কারাদণ্ডের আদেশ হয়েছে।

ঘটনাটি ২০০১ সালের ২৫ শে জুলাইয়ের। ঐদিন পশ্চিম মেদিনীপুরের সবং থানার বটুয়াবাজার এলাকায় প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ হন কংগ্রেস কর্মী বাবলু রায়। পরপর দুটি গুলি করা হয় তাঁকে। বুকে ও পায়ে গুলি লাগা অবস্থায় তাঁকে প্রথমে সবঙ, তারপর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। গুলি করার অভিযোগ ওঠে স্থানীয় সিপিএম নেতা রামপদ সামন্তের বিরুদ্ধে। তদন্তের পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:  Medinipur: সিপিএমের উদ্যোগে মেদিনীপুর শহরে পদযাত্রা, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান

২০০১ সাল থেকে মামলা চলার পর মঙ্গলবার রামপদ সামন্তকে দোষী সাব্যস্ত করেন মেদিনীপুর আদালতের বিচারক। বুধবার তাঁর যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। সেই সঙ্গে অস্ত্র আইনে অতিরিক্ত তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ